
গাজায় প্রায় ১ মাস ধরে চলমান ইসরাইলি হামলায় ধ্বংস হয়েছে কমপক্ষে ৫২টি মসজিদ। তুরস্কের সংবাদমাধ্যম আনাদুলুর এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
৭ অক্টোবর হামলা শুরুর পর থেকে তেলআবিবের আগ্রাসনে গাজায় প্রাণ গেছে ৯ হাজারের বেশি মানুষের। আহত হয়েছেন ২০ হাজারের বেশি। সরকারি হিসাব বলছে, এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে প্রায় ১ হাজার মরদেহ।
আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করে বেসামরিক লোকদের ওপর একের পর এক হামলা চালাচ্ছে ইসরাইল। এর আগে গত বৃহস্পতিবার গাজার বুরেজ শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরাইল। এতে ১৫ জন প্রাণ হারিয়েছিলেন। তবে শুধু শরণার্থী শিবির না, স্বাস্থ্যকেন্দ্র, অ্যাম্বুলেন্স কোনো কিছুকেই বাদ দেয়নি ইসরাইলি সেনারা।
আন্তর্জাতিক ডেস্ক।। 







































