
ভারতে পাচারের সময় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে এলাকা থেকে আজ বৃহস্পতিবার দুপুরে ৫টি স্বর্নের পিচ সহ এক ভারতীয় পাসপোর্ট যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল।
আটক ভারতীয় পাসপোর্টযাত্রী শাজনাস থারিপ্পা কুন্নুমেল (৩৩), সে ভারতের কেরালা জেলার নীল সারাম থানার পলি হাউস গ্রামের কয়া থারিপ্পার ছেলে। যার পাসপোর্ট নম্বর ভি-৬১২৫২৫৪। কাস্টমস ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে ভারতে প্রবেশের সময় তাকে আটক করা হয়েছে।
বেনাপোল কাস্টম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক শায়েখ আরেফিন জাহেদী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একজন ভারতীয় পাসপোর্ট যাত্রী সোনার একটি চালান ভারতে পাচার করবে। এমন সংবাদের ভিত্তিতে পাসপোর্ট যাত্রী সাজনাস থারিপ্পাকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে সে স্বর্ণের কথা অস্বীকার করে। পওে ওই যাত্রীর ব্যাগের ভিতরে লুকায়িত অবস্থায় ছুরি ও তালার মধ্যে বিশেষ কায়দায় সাদা কষ্টেপ দিয়ে পেঁচানো ৫টি স্বর্ণের পিচ উদ্ধার করা হয়। ভারতে পাচারের জন্য স্বর্ণের চালানটি সাজনাস থারিপ্পা ঢাকা হতে নিয়ে আসে। আটক স্বর্নেও মূল্য
৭২ লাখ টাকা।
তিনি আরও বলেন, আটক পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। স্বর্নগুলো কাস্টমসের ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে।
বেনাপোল প্রতিনিধি।। 






































