সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরের চৌগাছার জোড়া হত্যা মামলায় দুইজনের ফাঁসি ও দুইজনের যাবজ্জীবন

  • যশোর অফিস।।
  • প্রকাশের সময় : ১১:৩২:৫৯ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
  • ১৯৮
যশোর অফিস 
যশোরের চৌগাছা উপজেলার টেঙ্গুরপুর গ্রামের আইয়ুব খান ও ইউনুস খান জোড়া হত্যা মামলায় দুইজনের ফাঁসি ও দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল বুধবার বিকেলে যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক তাজুল ইসলাম এ রায় দেন। বাদীপক্ষ এ রায়ে সন্তুষ্ট হলেও আসামিপক্ষ আপিল করবেন বলে জানিয়েছেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই আসামি হলো, টেঙ্গুরপুর গ্রামের আবজেল খানের ছেলে বিপ্লব ওরফে বিপুল ও মুকুল খান। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলো তাদের অপর ভাই বিল্লাল খান ও তার স্ত্রী রূপালী বেগম।
মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ৭ এপ্রিল রাত ১০টার দিকে চৌগাছা-মহেশপুর সড়কের টেঙ্গুরপুর সর্দার ব্রিকসের বিপরীতে মুকুল হোসেনের চার দোকানে বসে চা খাচ্ছিলেন ইউনুস খান। কাজের লোক (কামলা) ঠিক করা নিয়ে প্রথমে ইউনুস খানের সঙ্গে দোকানি মুকুলের কথা-কাটাকাটি হয়। এসময় ইউনুসকে মুকুল, বিল্লাল, বিপুল ও রুপালি বেগম মারপিট করে। পরবর্তীতে ইউনুস খান বাড়িতে গিয়ে তাঁর ভাই আইয়ুব খাঁ ও ভাতিজা আসাদুজ্জামান খানসহ মুকুলের দোকানে এসে তাঁর প্রতিবাদ করতে গেলে মুকুল তাঁর ভাই বিপুল, বিল্লাল ও রুপালি বেগম মিলে ইউনুস খান ও তাঁর ভাই আইয়ুব খান এবং আসাদুজ্জামান খানকে গাছি দা ও বটি দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে। এতে ইউনুস খান, আইয়ুব খান ও আসাদুজ্জামান খান গুরুতর জখম হন। তাঁদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ইউনুছ আলী খান এবং আয়ূব আলী খানকে মৃত ঘোষণা করেন। আসাদুজ্জামান খানের মাথায় ও হাতে গুরুতর জখম হয়। এ ঘটনায় আইয়ুব খানের মেয়ে সোনিয়া খান বাদী হয়ে ৪জনের নামে মামলা করেন। পরবর্তীতে এ মামলায় এজহারনামীয় ৪ আসামিকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ।
মামলার সরকার পক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দী ও সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক চার আসামির মধ্যে মুকুল খান ও বিপ্লব ওরফে বিপুলকে ফাঁসির দন্ডাদেশ দিয়েছেন। একইসাথে অপর দুই আসামি বিল্লাল খান ও তার স্ত্রী রূপালী বেগমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ রায়ে বাদী পক্ষ সন্তুষ্ট।
অপরদিকে রায় শুনে আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়েন দণ্ডিতদের স্বজনরা। ফাঁসির দন্ডপ্রাপ্ত মুকুল খানের স্ত্রী জলি বেগম বলেন, মিথ্যা সাক্ষীর মাধ্যমে নির্দোষ ব্যক্তিদের সাজা প্রদান করা হয়েছে। আমরা এ রায় মানি না। যে কারণে আমরা ন্যায় বিচার পেতে উচ্চ আদালতে যাবো।
যশোরের ককটেল বিস্ফোরিত হয়ে এক শিশুর আহত
 যশোরে ককটেল বিস্ফোরিত হয়ে অরূপ সর্দার(৭) নামে এক শিশুর বাম হাতের বৃদ্ধা ও তর্জনী আঙ্গুল রক্তাক্ত জখম হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে শহরের ষষ্ঠীতলা পিটিআই স্কুল সংলগ্ন পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত অরূপ সর্দার ঐ এলাকার বিনোদ সর্দারের ছেলে।
আহতের পিতা বিনোদ জানান বুধবার দুপুরে বাড়ির পাশে পুকুর পাড়ে অরূপ খেরা করছিল। এ সময় একটি ককটেল সাদৃশ্য বস্তু দেখে হাতে তুলে নেই। পরে নাড়া-চাড়া করতে গিয়ে হাতের উপরে ককটেল বিস্ফোরিত হয়। পরে স্থানীয় লোকজনের সহযোগীতায় স্বজনরা রক্তাক্ত অবস্থা তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আনেন। এ সময় কতব্যরত ডাক্তার আহম্মেদ তারেক শামস্ শিশুকে ব্যবস্থাপত্র দেন। পরে মোবাইল ফোনে খবর পেয়ে আমি হাসপাতালে যায়।
ডাক্তার আহম্মেদ তারেক শামস্ জানান, শিশুটির বাম হাতের বৃদ্ধা ও তর্জনী আঙ্গুল রক্তাক্ত জখম হয়ে কিছু মাংশ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।#
যশোরে মহিলা আওয়ামী লীগের মনববন্ধন
 বিএনপি জামায়াতের নৃশংস বর্বরতা পুলিশ হত্যা ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বুধবার যশোরে মনববন্ধন করেছে জেলা মহিলা আওয়ামী লীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে মুজিব সড়কের প্রেসক্লাবের সামনে এই মনববন্ধন হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইজু জামান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদি হাসান মিন্টু সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সবুর হেলাল, ত্রাণ বিষয়ক সম্পাদক সুখেন মজুমদার, উপপ্রচার সম্পাদক লুৎফুল কবির বিজু জেলা আওয়ামী লেিগর উপদেষ্ঠা আবুল হোসেন খানসহ নেতৃবৃন্দ।
যশোরে আইডিবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-আইডিবির ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপিত হয়েছে। ‘উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি’ প্রণয়ন ও বাস্তবায়নের আহ্বানে আইডিবির যশোর শাখার উদ্যোগে বুধবার সকাল ৯ টায় বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।
র‌্যালিটি শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে আইডিবির সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র হায়দার গনি খান পলাশ ও সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন আইডিইবির জেলা সভাপতি ইঞ্জিনিয়ার আবুল হোসেন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, হারুন অর রশিদ প্রমুখ।
সন্ত্রাসীদের হামলায় যুবদলের নেতা সাইফুল ইসলাম আহত
বিএনপির ডাকা টানা তৃতীয় দফার অবরোধের প্রথম দিনে যশোরে অবরোধ পালিত হয়েছে। অবরোধ কর্মসূচি ঠেকাতে সন্ত্রাসীরা যশোর সদরের হৈবতপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলামকে কুপিয়ে গুরুতর জখম করেছে। একইসাথে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান ও গণগ্রেফতার চলছে।
বুধবার সকালে যশোর-নড়াইল মহাসড়কের হৈবতপুর এলাকায় অবরোধ কর্মসূচি পালন করছিলেন বিএনপি নেতাকর্মীরা। এসময় সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। হামলায় সাইফুল ইসলামসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। সাইফুল ইসলামকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, অবরোধ কর্মসূচি পালনকালে যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, নওয়াপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির সদস্য জহুর আহমেদ ও ৯ নং ওয়ার্ড বিএনপির সদস্য নয়ন হোসেন এবং শার্শা উপজেলা ছাত্রদল নেতা সাকিব মীরসহ ৫ জন নেতাকর্মীকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এসব ঘটনায় শার্শা থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবুল হাসান জহির ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খানসহ ৩৮ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।#
বাঘারপাড়ায় দুর্নীতি বিরোধী রচনা প্রতিযোগিতা
যশোরের বাঘারপাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বুধবার (৮ নভেম্বর) দুর্নীতি বিরোধী রচনা প্রতিযোগিতা ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বাঘারপাড়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ ইয়াহিয়া আলী। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি।
সভায় বক্তারা বলেন, দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। এটি সমাজের সকল স্তরে ছড়িয়ে পড়েছে। দুর্নীতি দূর করার জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতি বিরোধী রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়াও, অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিদ্যালয়ে অবস্থিত সততা স্টোর উদ্বোধন করেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) তামান্না ফেরদৌসি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদত হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ এস এম জিল্লুর রশিদ, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা সুপারভাইজার মোহাম্মদ শাহজাহান, পৌর সভার কাউন্সিলর শরিফুল ইসলাম, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলহাস উদ্দিন, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাদিউজ্জামান প্রমুখ।#
যশোরের উপশহরে ১ হাজার ৫১০ পিস ইয়াবা উদ্ধার, আটক-২   
যশোর অফিস যশোরের উপশহরে জননী আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১ হাজার ৫১০ পিস ইয়াবাসহ মোহাম্মদ জুবায়ের (২৩) ও আব্দুর রহিম (৩০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ নভেম্বর) ভোরে ঐ হোটেল থেকে তাদের আটক করা হয়।
আটক জুবায়ের ও আব্দুর রহিম কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাসিন্দা।
কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক পলাশ বিশ্বাস জানান, পুলিশের কাছে গোপন খবর ছিলো ইয়াবার একটি চালান হাত বদল হবে। এ সময় পুলিশ যশোর শহরের উপশহরে জননী আবাসিক হোটেলে অভিযান চালিয়ে এক হাজার ৫১০ পিস ইয়াবাসহ জোবায়ের ও আব্দুর রহিম নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয। আটক ওই দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।#
যশোরে এম এম কলেজের ছাত্র দুর্বৃত্তদের হাতে ছুরিকাঘাত 
 যশোরে প্রাইভেট পড়ে মেসে ফিরার পথে পারভেজ হোসেন(২৩) নামে সরকারি এমএম কলেজের ছাত্রকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। বুধবার সকাল ১০টার দিকে খড়কি আপন মোড়ে আব্দুল হামিদ স্যারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আহত পারভেজ মাগুরা শালিখা উপজেলার বুনোগাতি গ্রামের রায়হান হোসেনের ছেলে ও সরকারি এমএম কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। লেখা-পড়ার সুবাদে পারভেজ কলেজের দক্ষিন গেটে একটি মেসে থাকে।
হাসপাতালে আহত পারভেজ জানান, বুধবার সকালে খড়কি আপন মোড়ে আব্দুল হামিদ স্যারের বাড়ির প্রাইভেট পড়ে যান। পড়া শেষে মেসে ফিরার পথে (মেস সংক্রান্ত) পূর্ব শত্রুতার জেরে স্থানীয় মুস্তাকসহ ৪/৫জন তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের সার্জারি বিভাগের ডাক্তার ঈমন হোসেন জানান, আহতের হাতে ও রানে ছুরিকাঘাত করা হয়েছে। ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে।#
যশোরের ঝিকরগাছায় ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধ নিহত
যশোরের ঝিকরগাছা পৌর সদরের ২নং ওয়ার্ডের গোলাম রসুল (৮৫) নামের এক বৃদ্ধ ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়েছেন । তিনি কৃষ্ণনগর বোডঘাট এলাকায় বসবাস করতেন।
স্থানীয় ও পরিবারিক সূত্রে জানা যায়, বেনাপোল টু খুলনা বেতনা এক্সপ্রেস ট্রেনটি বুধবার (৮ নভেম্বর) সকাল ১১টা ১৫মিনিটে ঝিকরগাছা রেলওয়ে স্টেশন থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসলে, ডাক বাংলো সংলগ্ন রেল লাইনের উপর দিয়ে গোলম রসুল হাসপাতাল রোডের দিকে যাওয়ার সময় পিছন থেকে বেতনা এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কা দেন। তখন সে ট্রেনের নিচে পড়লে তার বাম পা ও বাম হাত কেটে পড়ে যায় এবং মাথার বাম সাইটে কপালে ক্ষত হয়। ট্রেন চলে চাওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাংলাদেশ রেলওয়ে জিআরপি এর বেনাপোল স্টেশনের দায়িত্বরত (আইসি) কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ আব্দুর রশিদ বলেন, রেল দূর্ঘটানার কথা শুনে আমিসহ আমার ফোর্স ঘটনাস্থালে এসে শুনি লাশ হাসপাতালে রয়েছে। লাশের বাম পাশের পা, হাত কাটা ও কপালে ক্ষত পাওয়া গেছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকেই নিহতের ছেলে আশার নিকট তার পিতার লাশ হস্তান্তর করা হয়েছে।#
যশোরে বিএনপির অবরোধ পালিত
 সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির ডাকে বুধবার অবরোধ কর্মসূচির প্রথম দিনে সর্বত্র স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণভাবে পালিত হয়,বিএনপির ডাকে তৃতীয় দফার প্রথম দিনের অবরোধ কর্মসূচি। বন্ধ ছিল দূরপাল্লার পরিবহন। তবে যাত্রীবাহী বাসগুলো চলাচল করেছে। বুধবার ভোর ৬ টা কর্মসূচির শুরু হওয়ার কথা,থাকলেও তার আগেই শহর থেকে শুরু করে জেলার সড়ক-মহাসড়কে নেমে আসেন দলীয় নেতাকর্মীরা।
এদিন যশোর-খুলনা মহাসড়কে বিএনপি,যুবদল,ছাত্রদল মিছিল করে। যশোর-ঝিনাইদহ সড়কে জেলা ছাত্রদল অবরোধের সমর্থনে মিছিল করে। যশোর-মনিরামপুর সড়কে যুবদল,স্বেচ্ছাসেবক দল মিছিল করে। এছাড়া যশোর-বেনাপোল মহাসড়কে সদর উপজেলা ছাত্রদল,যুবদল দফায় দফায় মিছিল করে। যশোর-মাগুরা মহাসড়কেও মুক্তিকামী জনতা দিনভোর অবস্থান করে মিছিল স্লোগানে রাজপথকে উত্তাল করে তোলে।
এর আগের যশোর শহরের মুজিব সড়কে নগর বিএনপির ৫ নম্বর ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ অবস্থান নিয়ে মিছিল করে। নগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ শহরের ঘোপ সেন্ট্রালসহ রোডসহ বিভিন্ন স্থানে অবরোধের সমর্থনে মিছিল করে। নগর স্বেচ্ছাসেবক দলের ৬ নম্বর ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ শংকপুর এলাকায় বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে মিছিল করে। এছাড়া যশোর-কেশবপুর সড়কে দলীয় নেতাকর্মীরা ভোর থেকেই অবস্থান নিয়ে অবরোধের সমর্থনে মিছিল করে।
এদিকে মঙ্গলবার রাত ও বুধবার দিনভোর পুলিশ, র‌্যাব ও ডিবি পুলিশ জেলা জুড়ে গণগ্রেতার অভিযান চালায়। তারা অভিযান চালিয়ে, সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন বিএনপি নেতা গোলাম মোস্তফা, নওয়াপাড়ার পৌর বিএনপি নেতা জহুর আহমেদ ,নয়ন হোসেন, যশোর নগর যুবদল নেতা হালিম হোসেন, অভয়নগরের সিদ্ধিপাশা ইউনিয়ন বিএনপি নেতা রতন বিশ্বাস,শার্শা উপজেলা ছাত্রদল নেতা সাকিব মীরসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করে।
বিএনপির ডাকে তৃতীয় ধাপের অবরোধের প্রথম দিনে যশোরের সকল রুটে পণ্য ও যাত্রীবাহী পরিবহণ বন্ধ ছিল।
যশোরের প্রবীণ সাংবাদিক নজমুল হোসেনের দশম মৃত্যুবার্ষিকী 
 স্বাধীন যশোরের প্রথম দৈনিক স্ফুলিঙ্গের যুগ্ম সম্পাদক ও দৈনিক ভোরের রানার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক প্রবীণ সংবাদপত্র ব্যক্তিত্ব সৈয়দ নজমুল হোসেন-এর দশম মৃত্যুবার্ষিকী আজ ৯ নভেম্বর। ২০১৩ সালের এই দিনে বেলা ১টার দিকে তিনি নিজ বাসায় ৭২ বছর বয়সে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি বাসায় একাই ছিলেন। এর আগের দিন তাঁর ছোট ভাই খুলনার তেরখাদা ডিগ্রি কলেজের গণিত বিভাগের প্রধান অধ্যাপক সৈয়দ নকী হোসেন মৃত্যুবরণ করায় তাঁর দাফন কাজে অংশ নিতে সৈয়দ নজমুল হোসেনের স্ত্রী ও একমাত্র ছেলে তাঁর গ্রামের বাড়ি ঝিনাইদহ সদরের কালা লক্ষীপুরে অবস্থান করছিলেন। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশিদের খবরে ৫ নং উপশহর পরিষদের তৎকালীন চেয়ারম্যান কাজী আজগার হোসেন ও প্যানেল চেয়ারম্যান এহসানউল্লাহ স্থানীয় চিকিৎসক ডা. শওকত আলীকে সাথে নিয়ে তার বাড়িতে ছুটে যান। অবস্থা খারাপ বুঝে তারা দ্রুত উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছোট ভাইয়ের মৃত্যুর মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তার এ মৃত্যু পরিবারটির জন্য অপরিমেয় শোকের হয়ে রয়েছে।
তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে তাঁর রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে। এছাড়া আগামী শুক্রবার পরিবারের পক্ষ থেকে যশোর, ঝিনাইদহ ও মাগুরার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সৈয়দ নজমুল হোসেন ১৯৪১ সালের ২৭ মার্চ তৎকালীন ঝিনাইদহ মহকুমার কালা লক্ষ্মীপুর গ্রামের বনেদী সৈয়দ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছয় ভাই বোনের মধ্যে চতুর্থ এবং ভাইদেও মধ্যে তৃতীয়। তাঁর পারিবারিক নাম ছিল তোতা। মাত্র এক বছরের কিছু সময় বেশি বয়সে তিনি মা জোবাইদা খাতুন ও ৪ বছর বয়সে পিতা সৈয়দ শমশের আলীকে হারান। এ সময় বড় বোন তাঁকে নিয়ে যান নিজ শ্বশুরালয় মাগুরার শালিখা উপজেলার পাঁচকাহুনিয়া গ্রামে। সেখানে বড় বোনের আদরে আর বড় দুলাভাই কাজী আবুল হোসেনের শাসনের স্থানীয় প্রাইমারি স্কুলে শুরু হয় তাঁর শিক্ষা জীবন। প্রাথমিক শিক্ষা শেষে ভর্তি হন নারিকেলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে সেখান থেকেই পাস করেন মেট্রিকুলেশন এবং ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ থেকে পাস করেন ইন্টারমিডিয়েট। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্পন্ন করেন গ্রাজুয়েশন। শিক্ষাজীবন শেষে কর্মজীবন শুরু করেন তিতাস সার কারখানায়। পরে ওই চাকরি ছেড়ে যোগ দেন সরকারি মুদ্রণালয় অর্থাৎ বর্তমান বিজি প্রেসে। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি গ্রামে ফিরে এসে স্থানীয় যুবকদের যুদ্ধে অংশ নেয়ার জন্য সংগঠিত করেন। দেশ স্বাধীন হলে আবারো ফিরে যান ঢাকায়। সেখানে নিজ ব্যবসা শুরু করেন। কিন্তু ৭৫-এর পট পরিবর্তনের পর বাড়ি-দোকান সব হারিয়ে নিঃস্ব অবস্থায় তিনি চলে আসেন যশোরে। শুরু করেন নতুন পথচলা। এ পথচলায় তার পথপ্রদর্শক ছিলেন রণাঙ্গণের সাথী বীর মুক্তিযোদ্ধা এমএ সালাম। তিনি তাঁর প্রকাশিত সাপ্তাহিক মাতৃভূমি পত্রিকায় কাজ দেন সৈয়দ নজমুল হোসেনকে। সেই থেকে তিনি দীর্ঘ ৩০ বছরের বেশি সময় যশোর থেকে প্রকাশিত নতুন দেশ, যশোরের প্রথম দৈনিক ‘দৈনিক স্ফুলিঙ্গ, দৈনিক ঠিকানা, দৈনিক কল্যাণ, বর্তমান দৈনিক, দৈনিক ভোরের রানার-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও সর্বশেষ দৈনিক লোকসমাজ পত্রিকায় বিজ্ঞাপন ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
উল্লেখ্য, সৈয়দ নজমুল হোসেনের একমাত্র পুত্র সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতির সম্পাদনা ও প্রকাশনায় যশোর থেকে চলতি মাস থেকেই নিয়মিত ভাবে প্রকাশিত হতে যাচ্ছে দৈনিক বাংলার ভোর। যার স্বপ্নদ্রষ্টাও ছিলেন মরহুম সৈয়দ নজমুল হোসেন।
জনপ্রিয়

ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

যশোরের চৌগাছার জোড়া হত্যা মামলায় দুইজনের ফাঁসি ও দুইজনের যাবজ্জীবন

প্রকাশের সময় : ১১:৩২:৫৯ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
যশোর অফিস 
যশোরের চৌগাছা উপজেলার টেঙ্গুরপুর গ্রামের আইয়ুব খান ও ইউনুস খান জোড়া হত্যা মামলায় দুইজনের ফাঁসি ও দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল বুধবার বিকেলে যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক তাজুল ইসলাম এ রায় দেন। বাদীপক্ষ এ রায়ে সন্তুষ্ট হলেও আসামিপক্ষ আপিল করবেন বলে জানিয়েছেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই আসামি হলো, টেঙ্গুরপুর গ্রামের আবজেল খানের ছেলে বিপ্লব ওরফে বিপুল ও মুকুল খান। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলো তাদের অপর ভাই বিল্লাল খান ও তার স্ত্রী রূপালী বেগম।
মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ৭ এপ্রিল রাত ১০টার দিকে চৌগাছা-মহেশপুর সড়কের টেঙ্গুরপুর সর্দার ব্রিকসের বিপরীতে মুকুল হোসেনের চার দোকানে বসে চা খাচ্ছিলেন ইউনুস খান। কাজের লোক (কামলা) ঠিক করা নিয়ে প্রথমে ইউনুস খানের সঙ্গে দোকানি মুকুলের কথা-কাটাকাটি হয়। এসময় ইউনুসকে মুকুল, বিল্লাল, বিপুল ও রুপালি বেগম মারপিট করে। পরবর্তীতে ইউনুস খান বাড়িতে গিয়ে তাঁর ভাই আইয়ুব খাঁ ও ভাতিজা আসাদুজ্জামান খানসহ মুকুলের দোকানে এসে তাঁর প্রতিবাদ করতে গেলে মুকুল তাঁর ভাই বিপুল, বিল্লাল ও রুপালি বেগম মিলে ইউনুস খান ও তাঁর ভাই আইয়ুব খান এবং আসাদুজ্জামান খানকে গাছি দা ও বটি দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে। এতে ইউনুস খান, আইয়ুব খান ও আসাদুজ্জামান খান গুরুতর জখম হন। তাঁদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ইউনুছ আলী খান এবং আয়ূব আলী খানকে মৃত ঘোষণা করেন। আসাদুজ্জামান খানের মাথায় ও হাতে গুরুতর জখম হয়। এ ঘটনায় আইয়ুব খানের মেয়ে সোনিয়া খান বাদী হয়ে ৪জনের নামে মামলা করেন। পরবর্তীতে এ মামলায় এজহারনামীয় ৪ আসামিকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ।
মামলার সরকার পক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দী ও সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক চার আসামির মধ্যে মুকুল খান ও বিপ্লব ওরফে বিপুলকে ফাঁসির দন্ডাদেশ দিয়েছেন। একইসাথে অপর দুই আসামি বিল্লাল খান ও তার স্ত্রী রূপালী বেগমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ রায়ে বাদী পক্ষ সন্তুষ্ট।
অপরদিকে রায় শুনে আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়েন দণ্ডিতদের স্বজনরা। ফাঁসির দন্ডপ্রাপ্ত মুকুল খানের স্ত্রী জলি বেগম বলেন, মিথ্যা সাক্ষীর মাধ্যমে নির্দোষ ব্যক্তিদের সাজা প্রদান করা হয়েছে। আমরা এ রায় মানি না। যে কারণে আমরা ন্যায় বিচার পেতে উচ্চ আদালতে যাবো।
যশোরের ককটেল বিস্ফোরিত হয়ে এক শিশুর আহত
 যশোরে ককটেল বিস্ফোরিত হয়ে অরূপ সর্দার(৭) নামে এক শিশুর বাম হাতের বৃদ্ধা ও তর্জনী আঙ্গুল রক্তাক্ত জখম হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে শহরের ষষ্ঠীতলা পিটিআই স্কুল সংলগ্ন পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত অরূপ সর্দার ঐ এলাকার বিনোদ সর্দারের ছেলে।
আহতের পিতা বিনোদ জানান বুধবার দুপুরে বাড়ির পাশে পুকুর পাড়ে অরূপ খেরা করছিল। এ সময় একটি ককটেল সাদৃশ্য বস্তু দেখে হাতে তুলে নেই। পরে নাড়া-চাড়া করতে গিয়ে হাতের উপরে ককটেল বিস্ফোরিত হয়। পরে স্থানীয় লোকজনের সহযোগীতায় স্বজনরা রক্তাক্ত অবস্থা তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আনেন। এ সময় কতব্যরত ডাক্তার আহম্মেদ তারেক শামস্ শিশুকে ব্যবস্থাপত্র দেন। পরে মোবাইল ফোনে খবর পেয়ে আমি হাসপাতালে যায়।
ডাক্তার আহম্মেদ তারেক শামস্ জানান, শিশুটির বাম হাতের বৃদ্ধা ও তর্জনী আঙ্গুল রক্তাক্ত জখম হয়ে কিছু মাংশ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।#
যশোরে মহিলা আওয়ামী লীগের মনববন্ধন
 বিএনপি জামায়াতের নৃশংস বর্বরতা পুলিশ হত্যা ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বুধবার যশোরে মনববন্ধন করেছে জেলা মহিলা আওয়ামী লীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে মুজিব সড়কের প্রেসক্লাবের সামনে এই মনববন্ধন হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইজু জামান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদি হাসান মিন্টু সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সবুর হেলাল, ত্রাণ বিষয়ক সম্পাদক সুখেন মজুমদার, উপপ্রচার সম্পাদক লুৎফুল কবির বিজু জেলা আওয়ামী লেিগর উপদেষ্ঠা আবুল হোসেন খানসহ নেতৃবৃন্দ।
যশোরে আইডিবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-আইডিবির ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপিত হয়েছে। ‘উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি’ প্রণয়ন ও বাস্তবায়নের আহ্বানে আইডিবির যশোর শাখার উদ্যোগে বুধবার সকাল ৯ টায় বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।
র‌্যালিটি শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে আইডিবির সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র হায়দার গনি খান পলাশ ও সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন আইডিইবির জেলা সভাপতি ইঞ্জিনিয়ার আবুল হোসেন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, হারুন অর রশিদ প্রমুখ।
সন্ত্রাসীদের হামলায় যুবদলের নেতা সাইফুল ইসলাম আহত
বিএনপির ডাকা টানা তৃতীয় দফার অবরোধের প্রথম দিনে যশোরে অবরোধ পালিত হয়েছে। অবরোধ কর্মসূচি ঠেকাতে সন্ত্রাসীরা যশোর সদরের হৈবতপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলামকে কুপিয়ে গুরুতর জখম করেছে। একইসাথে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান ও গণগ্রেফতার চলছে।
বুধবার সকালে যশোর-নড়াইল মহাসড়কের হৈবতপুর এলাকায় অবরোধ কর্মসূচি পালন করছিলেন বিএনপি নেতাকর্মীরা। এসময় সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। হামলায় সাইফুল ইসলামসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। সাইফুল ইসলামকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, অবরোধ কর্মসূচি পালনকালে যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, নওয়াপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির সদস্য জহুর আহমেদ ও ৯ নং ওয়ার্ড বিএনপির সদস্য নয়ন হোসেন এবং শার্শা উপজেলা ছাত্রদল নেতা সাকিব মীরসহ ৫ জন নেতাকর্মীকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এসব ঘটনায় শার্শা থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবুল হাসান জহির ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খানসহ ৩৮ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।#
বাঘারপাড়ায় দুর্নীতি বিরোধী রচনা প্রতিযোগিতা
যশোরের বাঘারপাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বুধবার (৮ নভেম্বর) দুর্নীতি বিরোধী রচনা প্রতিযোগিতা ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বাঘারপাড়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ ইয়াহিয়া আলী। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি।
সভায় বক্তারা বলেন, দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। এটি সমাজের সকল স্তরে ছড়িয়ে পড়েছে। দুর্নীতি দূর করার জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতি বিরোধী রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়াও, অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিদ্যালয়ে অবস্থিত সততা স্টোর উদ্বোধন করেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) তামান্না ফেরদৌসি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদত হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ এস এম জিল্লুর রশিদ, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা সুপারভাইজার মোহাম্মদ শাহজাহান, পৌর সভার কাউন্সিলর শরিফুল ইসলাম, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলহাস উদ্দিন, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাদিউজ্জামান প্রমুখ।#
যশোরের উপশহরে ১ হাজার ৫১০ পিস ইয়াবা উদ্ধার, আটক-২   
যশোর অফিস যশোরের উপশহরে জননী আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১ হাজার ৫১০ পিস ইয়াবাসহ মোহাম্মদ জুবায়ের (২৩) ও আব্দুর রহিম (৩০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ নভেম্বর) ভোরে ঐ হোটেল থেকে তাদের আটক করা হয়।
আটক জুবায়ের ও আব্দুর রহিম কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাসিন্দা।
কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক পলাশ বিশ্বাস জানান, পুলিশের কাছে গোপন খবর ছিলো ইয়াবার একটি চালান হাত বদল হবে। এ সময় পুলিশ যশোর শহরের উপশহরে জননী আবাসিক হোটেলে অভিযান চালিয়ে এক হাজার ৫১০ পিস ইয়াবাসহ জোবায়ের ও আব্দুর রহিম নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয। আটক ওই দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।#
যশোরে এম এম কলেজের ছাত্র দুর্বৃত্তদের হাতে ছুরিকাঘাত 
 যশোরে প্রাইভেট পড়ে মেসে ফিরার পথে পারভেজ হোসেন(২৩) নামে সরকারি এমএম কলেজের ছাত্রকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। বুধবার সকাল ১০টার দিকে খড়কি আপন মোড়ে আব্দুল হামিদ স্যারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আহত পারভেজ মাগুরা শালিখা উপজেলার বুনোগাতি গ্রামের রায়হান হোসেনের ছেলে ও সরকারি এমএম কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। লেখা-পড়ার সুবাদে পারভেজ কলেজের দক্ষিন গেটে একটি মেসে থাকে।
হাসপাতালে আহত পারভেজ জানান, বুধবার সকালে খড়কি আপন মোড়ে আব্দুল হামিদ স্যারের বাড়ির প্রাইভেট পড়ে যান। পড়া শেষে মেসে ফিরার পথে (মেস সংক্রান্ত) পূর্ব শত্রুতার জেরে স্থানীয় মুস্তাকসহ ৪/৫জন তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের সার্জারি বিভাগের ডাক্তার ঈমন হোসেন জানান, আহতের হাতে ও রানে ছুরিকাঘাত করা হয়েছে। ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে।#
যশোরের ঝিকরগাছায় ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধ নিহত
যশোরের ঝিকরগাছা পৌর সদরের ২নং ওয়ার্ডের গোলাম রসুল (৮৫) নামের এক বৃদ্ধ ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়েছেন । তিনি কৃষ্ণনগর বোডঘাট এলাকায় বসবাস করতেন।
স্থানীয় ও পরিবারিক সূত্রে জানা যায়, বেনাপোল টু খুলনা বেতনা এক্সপ্রেস ট্রেনটি বুধবার (৮ নভেম্বর) সকাল ১১টা ১৫মিনিটে ঝিকরগাছা রেলওয়ে স্টেশন থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসলে, ডাক বাংলো সংলগ্ন রেল লাইনের উপর দিয়ে গোলম রসুল হাসপাতাল রোডের দিকে যাওয়ার সময় পিছন থেকে বেতনা এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কা দেন। তখন সে ট্রেনের নিচে পড়লে তার বাম পা ও বাম হাত কেটে পড়ে যায় এবং মাথার বাম সাইটে কপালে ক্ষত হয়। ট্রেন চলে চাওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাংলাদেশ রেলওয়ে জিআরপি এর বেনাপোল স্টেশনের দায়িত্বরত (আইসি) কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ আব্দুর রশিদ বলেন, রেল দূর্ঘটানার কথা শুনে আমিসহ আমার ফোর্স ঘটনাস্থালে এসে শুনি লাশ হাসপাতালে রয়েছে। লাশের বাম পাশের পা, হাত কাটা ও কপালে ক্ষত পাওয়া গেছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকেই নিহতের ছেলে আশার নিকট তার পিতার লাশ হস্তান্তর করা হয়েছে।#
যশোরে বিএনপির অবরোধ পালিত
 সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির ডাকে বুধবার অবরোধ কর্মসূচির প্রথম দিনে সর্বত্র স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণভাবে পালিত হয়,বিএনপির ডাকে তৃতীয় দফার প্রথম দিনের অবরোধ কর্মসূচি। বন্ধ ছিল দূরপাল্লার পরিবহন। তবে যাত্রীবাহী বাসগুলো চলাচল করেছে। বুধবার ভোর ৬ টা কর্মসূচির শুরু হওয়ার কথা,থাকলেও তার আগেই শহর থেকে শুরু করে জেলার সড়ক-মহাসড়কে নেমে আসেন দলীয় নেতাকর্মীরা।
এদিন যশোর-খুলনা মহাসড়কে বিএনপি,যুবদল,ছাত্রদল মিছিল করে। যশোর-ঝিনাইদহ সড়কে জেলা ছাত্রদল অবরোধের সমর্থনে মিছিল করে। যশোর-মনিরামপুর সড়কে যুবদল,স্বেচ্ছাসেবক দল মিছিল করে। এছাড়া যশোর-বেনাপোল মহাসড়কে সদর উপজেলা ছাত্রদল,যুবদল দফায় দফায় মিছিল করে। যশোর-মাগুরা মহাসড়কেও মুক্তিকামী জনতা দিনভোর অবস্থান করে মিছিল স্লোগানে রাজপথকে উত্তাল করে তোলে।
এর আগের যশোর শহরের মুজিব সড়কে নগর বিএনপির ৫ নম্বর ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ অবস্থান নিয়ে মিছিল করে। নগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ শহরের ঘোপ সেন্ট্রালসহ রোডসহ বিভিন্ন স্থানে অবরোধের সমর্থনে মিছিল করে। নগর স্বেচ্ছাসেবক দলের ৬ নম্বর ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ শংকপুর এলাকায় বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে মিছিল করে। এছাড়া যশোর-কেশবপুর সড়কে দলীয় নেতাকর্মীরা ভোর থেকেই অবস্থান নিয়ে অবরোধের সমর্থনে মিছিল করে।
এদিকে মঙ্গলবার রাত ও বুধবার দিনভোর পুলিশ, র‌্যাব ও ডিবি পুলিশ জেলা জুড়ে গণগ্রেতার অভিযান চালায়। তারা অভিযান চালিয়ে, সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন বিএনপি নেতা গোলাম মোস্তফা, নওয়াপাড়ার পৌর বিএনপি নেতা জহুর আহমেদ ,নয়ন হোসেন, যশোর নগর যুবদল নেতা হালিম হোসেন, অভয়নগরের সিদ্ধিপাশা ইউনিয়ন বিএনপি নেতা রতন বিশ্বাস,শার্শা উপজেলা ছাত্রদল নেতা সাকিব মীরসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করে।
বিএনপির ডাকে তৃতীয় ধাপের অবরোধের প্রথম দিনে যশোরের সকল রুটে পণ্য ও যাত্রীবাহী পরিবহণ বন্ধ ছিল।
যশোরের প্রবীণ সাংবাদিক নজমুল হোসেনের দশম মৃত্যুবার্ষিকী 
 স্বাধীন যশোরের প্রথম দৈনিক স্ফুলিঙ্গের যুগ্ম সম্পাদক ও দৈনিক ভোরের রানার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক প্রবীণ সংবাদপত্র ব্যক্তিত্ব সৈয়দ নজমুল হোসেন-এর দশম মৃত্যুবার্ষিকী আজ ৯ নভেম্বর। ২০১৩ সালের এই দিনে বেলা ১টার দিকে তিনি নিজ বাসায় ৭২ বছর বয়সে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি বাসায় একাই ছিলেন। এর আগের দিন তাঁর ছোট ভাই খুলনার তেরখাদা ডিগ্রি কলেজের গণিত বিভাগের প্রধান অধ্যাপক সৈয়দ নকী হোসেন মৃত্যুবরণ করায় তাঁর দাফন কাজে অংশ নিতে সৈয়দ নজমুল হোসেনের স্ত্রী ও একমাত্র ছেলে তাঁর গ্রামের বাড়ি ঝিনাইদহ সদরের কালা লক্ষীপুরে অবস্থান করছিলেন। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশিদের খবরে ৫ নং উপশহর পরিষদের তৎকালীন চেয়ারম্যান কাজী আজগার হোসেন ও প্যানেল চেয়ারম্যান এহসানউল্লাহ স্থানীয় চিকিৎসক ডা. শওকত আলীকে সাথে নিয়ে তার বাড়িতে ছুটে যান। অবস্থা খারাপ বুঝে তারা দ্রুত উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছোট ভাইয়ের মৃত্যুর মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তার এ মৃত্যু পরিবারটির জন্য অপরিমেয় শোকের হয়ে রয়েছে।
তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে তাঁর রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে। এছাড়া আগামী শুক্রবার পরিবারের পক্ষ থেকে যশোর, ঝিনাইদহ ও মাগুরার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সৈয়দ নজমুল হোসেন ১৯৪১ সালের ২৭ মার্চ তৎকালীন ঝিনাইদহ মহকুমার কালা লক্ষ্মীপুর গ্রামের বনেদী সৈয়দ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছয় ভাই বোনের মধ্যে চতুর্থ এবং ভাইদেও মধ্যে তৃতীয়। তাঁর পারিবারিক নাম ছিল তোতা। মাত্র এক বছরের কিছু সময় বেশি বয়সে তিনি মা জোবাইদা খাতুন ও ৪ বছর বয়সে পিতা সৈয়দ শমশের আলীকে হারান। এ সময় বড় বোন তাঁকে নিয়ে যান নিজ শ্বশুরালয় মাগুরার শালিখা উপজেলার পাঁচকাহুনিয়া গ্রামে। সেখানে বড় বোনের আদরে আর বড় দুলাভাই কাজী আবুল হোসেনের শাসনের স্থানীয় প্রাইমারি স্কুলে শুরু হয় তাঁর শিক্ষা জীবন। প্রাথমিক শিক্ষা শেষে ভর্তি হন নারিকেলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে সেখান থেকেই পাস করেন মেট্রিকুলেশন এবং ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ থেকে পাস করেন ইন্টারমিডিয়েট। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্পন্ন করেন গ্রাজুয়েশন। শিক্ষাজীবন শেষে কর্মজীবন শুরু করেন তিতাস সার কারখানায়। পরে ওই চাকরি ছেড়ে যোগ দেন সরকারি মুদ্রণালয় অর্থাৎ বর্তমান বিজি প্রেসে। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি গ্রামে ফিরে এসে স্থানীয় যুবকদের যুদ্ধে অংশ নেয়ার জন্য সংগঠিত করেন। দেশ স্বাধীন হলে আবারো ফিরে যান ঢাকায়। সেখানে নিজ ব্যবসা শুরু করেন। কিন্তু ৭৫-এর পট পরিবর্তনের পর বাড়ি-দোকান সব হারিয়ে নিঃস্ব অবস্থায় তিনি চলে আসেন যশোরে। শুরু করেন নতুন পথচলা। এ পথচলায় তার পথপ্রদর্শক ছিলেন রণাঙ্গণের সাথী বীর মুক্তিযোদ্ধা এমএ সালাম। তিনি তাঁর প্রকাশিত সাপ্তাহিক মাতৃভূমি পত্রিকায় কাজ দেন সৈয়দ নজমুল হোসেনকে। সেই থেকে তিনি দীর্ঘ ৩০ বছরের বেশি সময় যশোর থেকে প্রকাশিত নতুন দেশ, যশোরের প্রথম দৈনিক ‘দৈনিক স্ফুলিঙ্গ, দৈনিক ঠিকানা, দৈনিক কল্যাণ, বর্তমান দৈনিক, দৈনিক ভোরের রানার-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও সর্বশেষ দৈনিক লোকসমাজ পত্রিকায় বিজ্ঞাপন ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
উল্লেখ্য, সৈয়দ নজমুল হোসেনের একমাত্র পুত্র সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতির সম্পাদনা ও প্রকাশনায় যশোর থেকে চলতি মাস থেকেই নিয়মিত ভাবে প্রকাশিত হতে যাচ্ছে দৈনিক বাংলার ভোর। যার স্বপ্নদ্রষ্টাও ছিলেন মরহুম সৈয়দ নজমুল হোসেন।