
এইচএসসিতে যশোর শিক্ষাবোর্ডে ভয়াবহ ফল বিপর্যয় ঘটেছে। গত বছরের তুলনায় পাশের হার কমেছে ১৪ শতাংশ। জিপিএ কমেছে সাড়ে ১০ হাজারের অধিক। কমেছে শতভাগ পাশের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা। সেইসাথে বেড়েছে শূণ্য পাশের শিক্ষা প্রতিষ্ঠান। গতকাল রোববার বিকালে যশোর শিক্ষা বোর্ডের পক্ষে ফলাফল প্রকাশ সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য উঠে এসেছে।
সংবাদ সম্মেলনে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ^াস শাহীন আহম্মদ জানান, উচ্চ মাধ্যমিকের ফলাফলে গড় পাশের হার ৬৯ দশমিক ৮৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৮ হাজার ১২৩জন। গত বছরের থেকে এ বছর পাশের হার কমছে ১৪ শতাংশ। গত বছর গড় পাশের হার ছিলো ৮৩.৯৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলো ১৮ হাজার ৭০৩ জন শিক্ষার্থী।
প্রকাশিত ফলাফলে দেখা যায় ২০২০ সালে অটোপাশের কারনে শতভাগ শিক্ষার্থীকে পাশ দেখানো হয়। ২০২১ সালে সীমিত সিলেবাসে পরীক্ষা গ্রহণ করলে পাশের হার দাঁড়ায় ৯৮ দশমিক ১১ শতাংশ। শতভাগ শিক্ষার্থী পাশের প্রতিষ্ঠান ছিলো ১১৬ টি। ২০২২ সালে পরীক্ষায় গড় পাশের হার ছিলো ৮৩ দশমিক ৯৫ শতাংশ। শতভাগ শিক্ষার্থী পাশের প্রতিষ্ঠান ছিলো ৩৯ টি। শূণ্য পাশের শিক্ষা প্রতিষ্ঠান ছিলো ৬ টি।
এ বছর গড় পাশের হার কমে দাঁড়িয়েছে ৬৯ দশমিক ৮৮ শতাংশ। জিপিএ -৫ কমে দাঁড়িয়েছে ৮ হাজার ১শ ২৩ জনে। গত বছর এই সংখ্যা ছিলো ১৮ হাজার ৭শ ৩ জন। অর্থাৎ জিপিএ কমেছে ১০ হাজার ৫শ ৮০ জন। শতভাগ পাশের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৩৯ থেকে কমে দাঁড়িয়েছে ১০এ। সেইসাথে শূণ্য পাশের প্রতিষ্ঠানের সংখ্যা ৬ থেকে ৭ এ উন্নীত হয়েছে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ^াস শাহীন আহম্মদ বলেন, ২০১৯ সালে পাশের হার ছিল ৭৫ শতাংশ। এরপর করোনা মহামারীসহ বিভিন্ন দূর্যোগের কারণে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান প্রক্রিয়া ব্যহত হয়। যে কারণে শিক্ষার্থীরা নিজেদেরকে সেইভাবে প্রস্তুত করতে পারেনি। তাছাড়া , ইংরেজি ও উচ্চতর গণিতের প্রশ্ন কঠিন হওয়ায় শিক্ষার্থীদের ফলাফল খারাপ হয়েছে। এ দুটি বিষয়ের পাশের হার কম হওয়ায় বোর্ডের গড় পাশের হারের উপরে প্রভাব পড়েছে।
ধারাবাহিক ফল বিপর্যয়ের বিষয়টি সামনে আনা হলেও এ বিষয়ে তিনি কোন সদুত্তর দেননি। তিনি বলেন, আমাদের কাজ পরীক্ষা গ্রহণ করা। ফলাফল ভালো বা খারাপ হবে তা শিক্ষার্থীদের উপর নির্ভর করে। তবে আমরা করোনার পূর্ববর্তী সময়ের কাছাকাছি ফলাফল অর্জন করেছি।
করোনাকালীন শিক্ষার্থীদের উপর বিশেষ নজর রাখার প্রয়োজনীয়তা ছিলো কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা শিক্ষকদের সঙ্গে সবসময় সমন্বয় করে কাজ করেছি। আমাদের পক্ষ থেকে তেমন কোন গাফিলতি ছিলো না। তাছাড়া এবছর যশোর বোর্ডের শিক্ষকদের প্রস্তুতকৃত প্রশ্নের পরিবর্তে অন্য বোর্ডের প্রশ্নে পরীক্ষা গ্রহণ হয়েছে। যাতে শিক্ষার্থীরা কিছুটা চাপ অনুভব করেছে। ফলে তারও একটি প্রভাব ফলাফলের উপর পড়েছে।
যশোর শিক্ষা বোর্ডের তথ্য মতে, চলতি বছর খুলনা বিভাগের ১০ জেলার ৫৭৫টি কলেজ থেকে ১ লাখ ১০ হাজার ৩৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৯ হাজার ৬৩৪ পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছেলে পরীক্ষার্থী ৫৪ হাজার ৮৭৬জন ও মেয়ে পরীক্ষার্থী ৫৪ হাজার ৭৫৮ জন। পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ১৮ হাজার ৫৮৬ জন, মানবিক বিভাগের ৭৬ হাজার ৫৮৬জন ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থী ১৪ হাজার ৪৬২ জন।
এদিকে শিক্ষার্থীরা জানিয়েছে, দুই বছরের পরিবর্তে প্রস্তুতির জন্য মাত্র দেড় বছর সময় পাওয়ায় পরীক্ষা নিয়ে বেশ চাপে ছিলো তারা। তবে আজ আশানুরূপ ফল পেয়ে সন্তোষ প্রকাশ করেছে কৃতকার্য শিক্ষার্থীরা।
ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন বলেন, আমাদের পরীক্ষার্থী ছিলো ৫৮৪ জন। পাশ করেছে ৪৫৮ জন। পাশের হার ৮৯ শতাংশ। আমাদের সার্বিক ফলাফলে আমরা সন্তষ্ট। যদিও বোর্ডের পাশের হার এবছর খুবই কম। এটা আমাদের প্রত্যাশিত ছিলো না। ছেলে মেয়েরা প্রস্তুতির সময় কম পেয়েছে। যার কারনে বোর্ডের পাশের হার কমে গেছে।
একই কথা বলেন, যশোর মহিলা কলেজের অধ্যক্ষ অমল কুমার বিশ^াস বলেন, আমাদের কলেজ ভালো রেজাল্ট করেছে। গতবারের থেকেও আমাদের রেজাল্ট ভালো। #
যবিপ্রবির সিএসআইআরএল ল্যাবকে আইএসও সনদ হস্তান্তর
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সেন্টার ফর সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরিকে (সিএসআইআরএল) আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক মান নিয়ন্ত্রকারী প্রতিষ্ঠান আইএসও-এর সনদ হস্তান্তর করা হয়েছে।
গতকাল রোববার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ সনদ হস্তান্তর করা হয়। যবিপ্রবির উপাচার্য ও সিএসআরআইএলের পরিচালক অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনকে এ সনদ হস্তান্তর করেন এদেশীয় কনসালটেন্সি ফার্ম হারমিটেজ অব ম্যানেজমেন্ট অ্যান্ড স্ট্যান্ডার্ডস (এইচএমএস) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুন নূর। আইএসও সনদ হস্তান্তর করার পর কেক কেটে উদযাপন করা হয়। আন্তর্জাতিক পর্যায়ের গুণগত মান বজায় রাখায় ইতিমধ্যে যবিপ্রবির জিনোম সেন্টার ও নেম ল্যাব আইএসও সনদ অর্জন করেছে।
সনদ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, যখন আমি এই বিশ্ববিদ্যালয়ে যোগদান করি, তখন বলেছিলাম যবিপ্রবি হবে একটি গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়। সেদিন অনেকে হয়তো এটি বিশ্বাস করেনি। এ ধরনের আন্তর্জাতিক স্বীকৃতিই প্রমাণ করছে যবিপ্রবিতে আন্তর্জাতিক মানের গবেষণা হচ্ছে। শুধু দেশ নয়, বিশ্বে আজ যবিপ্রবি গবেষণায় অনন্য। তিনি বলেন, বর্তমান বিশ্ব বাজারের চাহিদা অনুযায়ী গবেষণা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। বিশ্ববিদ্যালয়গুলো হবে একেকটা ইন্ড্রাস্ট্রির মতো অথবা তাদের জন্য দক্ষ জনবল তৈরি করবে। যারা আগামীতে দেশকে এগিয়ে নিয়ে যাবে। মনে রাখতে হবে, কেউ যদি নিজেকে উন্নত ও সফল করতে পারে, তখনই কেবল আরেক জনকে সাহায্য করতে পারে।
সিএসআইআরএলের উপ-পরিচালক ড. মো. জাভেদ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যবিপ্রবির ডিনস কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ, হারমিটেজ অব ম্যানেজমেন্ট অ্যান্ড স্ট্যান্ডার্ডস (এইচএমএস) লিমিটেডের ব্যবস্থপনা পরিচালক প্রকৌশলী আব্দুন নূর। অনুষ্ঠানে যবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান ও দপ্তর প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সিএসআইআরএল ল্যাবের সহকারী ইন্সট্রুমেন্ট প্রকৌশলী ড. সৈয়দ ইমদাদুল হোসেন।
যশোরের ৬টি আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন যারা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ৬টি আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ঘোষণা করা হয়েছে।
রবিবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন
মনোনীত প্রার্থীরা হলেন- যশোরের ৬টি আসনের মধ্যে যশোর-১ (শার্শা) আসনে ৫ বারের মতো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন শেখ আফিল উদ্দিন, যশোর-২ (ঝিকরগাছা- চৌগাছা) আসনের দলীয় মনোনয়ন পেয়েছেন প্রথম বারের মত ডা: তৌহিদুজ্জামান তুহিন,
যশোর -৩ ( সদর ) আসনে ৩য় বারের মত দলীয় মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির নেতা কাজী নাবিল আহমেদ,
যশোর -৪ (অভয়নগর -বাঘারপাড়া) আসনে প্রথম বারের মত মনয়ন পেলেন অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল, যশোর – ৫ আসন (মনিরামপুর) সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য তিনি দ্বীতিয় বারের মত দলীয় মনোনয়ন পেয়েছেন। এর আগে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে একবার নির্বাচিত হয়েছিলেন। যশোর ৬ আসন (কেশবপুর) ২য় বারের মত দলীয় মনোয়ন পেয়েছেন শাহীন চাকলাদার।#
যশোরে বিএনপি’র ডাকে অবরোধ পালিত
বতর্মান সরকারের পদত্যাগ,এক তরফা প্রহসনের নির্বাচনের তফসিল বাতিলসহ দেশব্যাপী আইনৃঙ্খলা বাহিনীর তান্ডবের প্রতিবাদে রোববার থেকে বিএনপির ডাকে দেশব্যাপী শুরু হয়েছে ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি। গতকাল কর্মসূচির প্রথম দিনে যশোর- ঢাকা রোডে নগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করে। জেলা ছাত্রদল যশোর-খুলনা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধের সমর্থনে মিছিল স্লোগান অব্যাহত রাখে। যশোর-বেনাপোল সড়কে নগর যুবদল অবরোধের সমর্থনে মিছিল করে। যশোর এইচ এম রোডসহ বিভিন্ন সড়কে সদর উপজেলা যুবদল অবরোধের সমর্থনে মিছিল করে। যশোর-চৌগাছা সড়কে চৌগাছা উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদল, যশোর-নড়াইল সড়কে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল, অবরোধের সমর্থনে মিছিল করে। যশোর-মনিরামপুর সড়কে মনিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল অবরোধের সমর্থনে মিছিল করে।
এদিকে অবরোধের সমর্থনে যশোর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়।
এদিকে রোববার নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক মোস্তফা আমীর ফয়সালের বাড়িতে পুলিশ অভিযান চালায়। শনিবার গভীর রাতে মনিরামপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ইউনুস আলী জুয়েলের বাড়িতে পুলিশ অভিযান চালায়। এসময় তাকে না পেয়ে পরিবারের সদস্যদের সাতে চরম অসৌজন্যমূলক আচরণ করে। #
যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষায় শতভাগ ফেল করেছে ৭টি প্রতিষ্ঠান
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরে চলতি বছরে এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ৭টি। রোববার ২৬ নভেম্বর বিকেলে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সাংবাদিকদের উদ্দেশ্যে এইচএসসি ফলাফল প্রকাশ কালে যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ^াস শাহিন আহম্মদ এই তথ্য জানান। ফেল করা প্রতিষ্ঠানের বিষয় ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক। শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠান গুলি হচ্ছে, কুষ্টিয়া জেলার মিরপুর থানার এক,এম আইডিয়াল কলেজ থেকে ১ জন অংশ নিয়ে, খুলনা জেলার তেরখাদা উপজেলার শাপলা কলেজ থেকে ১জন অংশ নিয়ে,মাগুরা জেলার মাগুরা সদর থানার দক্ষিণ নওয়াপাড়া সম্মিলনী কলেজ থেকে ১০ জন অংশ নিয়ে, নড়াইল জেলার সদর থানার গোবরা মহিলা কলেজ থেকে ২জন অংশ নিয়ে,সাতক্ষীরা জেলার সদর থানার ইসলামী মহিলা কলেজ থেকে ৩জন অংশ নিয়ে, সাতক্ষীরা সদর থানার সাতক্ষীরা কমার্স কলেজ থেকে ২জন ও একই উপজেলার গোবার দাঁড়ি জরদিয়া স্কুল এন্ড কলেজ থেকে ২জন পরীক্ষার্থী অংশ নিয়ে অকৃতকার্য হন।#
বেনাপোলে ডাকাতি মামলার আসামি খুলনা থেকে আটক
চার বছর পলাতক থাকার পর বেনাপোলে ডাকাতি মামলার আসামি শামিম সিকদারকে খুলনা থেকে আটক করেছে যশোরের পিবিআই পুলিশ। গত ২৫ নভেম্বর রাতে খুলনার সোনাডাঙ্গা এলাকা থেকে তাকে আটকের পর যশোর আদালতে সোপর্দ করা হয়। আটক শামিম শিকদার বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জিউধরা গ্রামের আলামিন সিকদারের ছেলে। তিনি খুলনার সোনাডাঙ্গার দারুল আমান মহল্লার আশরাফের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।
পিবিআই’র এসআই মিজানুর রমান জানিয়েছেন, গত ২৫ জুলাই রাতে বেনাপোলের ছোট আঁচড়া গ্রামের মাঠপাড়ার আমিরুল ইসলামের বাড়িতে শামিমের নেতৃত্বে একদল ডাকাত হানা দেয়। ডাকাতরা বাড়ির প্রাচীর টপকে ঘরের দরজা খোলার চেষ্টা করে। এসময় ঠেকাতে গেলে আমিরুল ইসলামের স্ত্রী রেক্সোনা বেগম ঠেকাতে এলে তার হাতে রাম-দা দিয়ে কোপ মারে। এরপর ঘরে ঢুকে এসময় ওই বাড়ি থেকে দেড় লাখ টাকা স্বর্ণালংকারও একটি মোবাইল ফোনসেট নিয়ে নেয়।
এছাড়া ওই বাড়ির ভাড়াটিয়া আব্দুল মজিদের ঘরে ঢুকে ৫ হাজার টাকা ও ৬ লাখ ১৫ হাজার টাকার স্বর্ণালংকার নিয়ে চলে যায়। এই ঘটনায় বাড়ি মালিকের স্ত্রী রেক্সোনা বেগম ২৬ জুলাই বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। তদন্ত কর্মকর্তা পিবিআই’র এসআই মিজানুর রহমান তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামি শামিমের অবস্থান সম্পর্কে জানতে পেরে গত ২৫ নভেম্বর রাতে খুলনার সোনাডাঙ্গা থেকে তাকে আটক করে। গতকাল রোববার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। #
যশোর এম এম কলেজ থেকে জিপিএ ৫ পেয়েছে জমজ বাই সৌরভ ও গৌরব
যশোর সরকারি এম এম কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে সৌরভ বিশ^াস অয়ন ও তার জমজ গৌরব বিশ^াস তোতন জিপিএ ৫ পেয়েছে। তারা উপশহর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরিতোষ কুমার বিশ^াস ও কেশবপুর হাজী আব্দুল মোতালেব মহিলা কলেজের সহকারী অধ্যাপক কবি ভদ্রাবতী বিশ^াসের পুত্র। তারা দুইজনে পিএসসি, জেএসসি জিপিএ ৫ ও বৃত্তি এবং এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছিল। তাদের সাফল্যের জন্য শিক্ষক, পিতা-মাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তারা দুইজনে প্রকৃত মানুষ হওয়ার জন্য সকলের আর্শীবাদ কামনা করেছে।#
যশোর অফিস ।। 







































