
দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করতে এবং নির্বাচনের পরিবেশ অনুকূলে রাখতে এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজদের তালিকা করে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল এক পরিপত্রে এ নির্দেশ দিয়েছে ইসি। এতে বলা হয়, ভোটকেন্দ্র ও ভোটকক্ষের বাইরে গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তামূলক ব্যবস্থাসহ সব ধরনের বেআইনি অস্ত্র উদ্ধার পরিচালনা জোরদারসহ চিহ্নিত সন্ত্রাসীদের তালিকা করে গ্রেপ্তারের ব্যবস্থা করতে হবে। এ ছাড়া চিহ্নিত গোলযোগপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে বেশিসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের ব্যবস্থা করতে নির্দেশনা দিয়েছে ইসি।
এদিকে নির্বাচনের কোনো বৈধ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষে মৃত্যুবরণ করলে সংশ্লিষ্ট আসনের নির্বাচন বাতিল করতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে ইসি। গতকাল ইসির পৃথক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, প্রার্থিতা প্রত্যাহার করেননি এমন কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী যদি মৃত্যুবরণ করেন অথবা বিধান অনুযায়ী যদি প্রার্থিতা বাতিল হয়, তবে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার নির্বাচন কার্যক্রম বাতিল করতে হবে। অতঃপর গৃহীত ব্যবস্থা তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনকে জানাতে হবে। কমিশন ওই নির্বাচনী এলাকার জন্য নতুন তফসিল ঘোষণা করবে।
ঢাকা ব্যুরো।। 







































