বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নিউজিল্যান্ডের বিপক্ষে ১৭২ রানে অলআউট বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজে দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি বাংলাদেশ। যেখানে প্রথমে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ প্রথম ইনিংসে বিপর্যয়ে পড়ে ১৭২ রানে অলআউট হয়েছে। দলের কোনো ব্যাটারই ফিফটির দেখা পাননি।

আজ বুধবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলছে দুদল। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হয়। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ব্যাট করতে নেমে বাংলাদেশের হয়ে মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান উদ্বোধনী জুটিত ১০.৩ ওভারে ২৯ রান তোলেন। তবে ৫ বলের ব্যবধানে দুই ওপেনারকে হারায় স্বাগতিকরা। ধৈর্য হারিয়ে মিচেল স্যান্টনারের বলে তুলে মারতে গিয়ে ব্যক্তিগত ৮ রানে কেন উইলিয়ামসনের ক্যাচে পরিণত হন জাকির। পরের ওভারে এজাজ প্যাটেলের প্রথম বলে খোঁচা দিলে কাছে থাকা টম ল্যাথামকে ক্যাচে মাঠ ছাড়েন ১৪ রান করা জয়।

দলীয় পঞ্চাশের আগে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ বিপদে পড়ে। ১৪তম ওভারে এজাজ প্যাটেলের বলে কাট করতে যাওয়া মুমিনুল হক (৫) উইকেটরক্ষক টম ব্লান্ডেলের কাছে ক্যাচ দেন। পরের ওভারে মিচেল স্যান্টনারের বলে ব্যক্তিগত ৯ রানে এলবির শিকার হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

মুশফিকুর রহিম ও শাহাদাত হোসেনের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে টাইগাররা। যেখানে লাঞ্চের পর শতক তুলে নেয় বাংলাদেশ। এই জুটিও হাফসেঞ্চুরির দেখা পায়। তবে দলীয় ৪১তম ওভারে বিরল এক আউটের শিকার হন মুশফিক। কাইল জেমিসনের করা চতুর্থ বলে সলিড ডিফেন্স করেন তিনি। কিন্তু বল মাটিতে পড়ে পেছনে চলে যেতে চাইলে হাত দিয়ে থামান মুশফিক। পরে নিউজিল্যান্ড ফিল্ডাররা আবেদন করলে থার্ড আম্পায়ারের নির্দেশে ‘হ্যান্ডেড দ্য বল’ নিয়মে আউট দেখানো হয় তাকে। এই ব্যাটার ৮৩ বলে ৩৫ রান করেন।

প্রতিরোধ গড়া শাহাদাদ হোসেন গ্লেন ফিলিপসের বলে ব্যক্তিগত ৩১ রানে ফেরেন। তরুণ এই ব্যাটার ১০২টি বল মোকাবিলা করেন। তবে এই স্পিনারের কাছে উইকেট বিলিয়ে দেন নুরুল হাসান। ৭ রানে মিচেল স্যান্টনারকে ক্যাচ দেন। অপরদিকে ৪২ বলে ২০ রান করা মেহেদী হাসান মিরাজ স্যান্টনারের তৃতীয় শিকার হন। শেষের দুই ব্যাটার তাইজুল ইসলাম ৬ ও শরিফুল ইসলাম ১০ রানে আউট হন। কিউই বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি করে উইকেট পান স্যান্টনার ও ফিলিপস। দুটি উইকেট পেয়েছেন এজাজ প্যাটেল।

এ টেস্টে বাংলাদেশ সিলেট টেস্টের একাদশ অপরিবর্তিত রেখেছে। তবে নিউজিল্যান্ড একটি পরিবর্তন এনেছে। ইশ সোধির পরিবর্তে মিচেল স্যান্টনার খেলছে।

এর আগে বাংলাদেশ সিলেটে অবিস্মরণীয় এক জয় পায়। যেটি ঘরের মাঠে কিউইদের বিপক্ষে টাইগারদের সাদা পোশাকে প্রথম জয়।

বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান (উইকেটরক্ষক), নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, টিম সাউদি (অধিনায়ক), এজাজ প্যাটেল।

জনপ্রিয়

বেগম জিয়ার মৃত্যুতে ৩ উপদেষ্টার শোকবইয়ে স্বাক্ষর

নিউজিল্যান্ডের বিপক্ষে ১৭২ রানে অলআউট বাংলাদেশ

প্রকাশের সময় : ০৩:২০:০৫ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজে দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি বাংলাদেশ। যেখানে প্রথমে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ প্রথম ইনিংসে বিপর্যয়ে পড়ে ১৭২ রানে অলআউট হয়েছে। দলের কোনো ব্যাটারই ফিফটির দেখা পাননি।

আজ বুধবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলছে দুদল। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হয়। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ব্যাট করতে নেমে বাংলাদেশের হয়ে মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান উদ্বোধনী জুটিত ১০.৩ ওভারে ২৯ রান তোলেন। তবে ৫ বলের ব্যবধানে দুই ওপেনারকে হারায় স্বাগতিকরা। ধৈর্য হারিয়ে মিচেল স্যান্টনারের বলে তুলে মারতে গিয়ে ব্যক্তিগত ৮ রানে কেন উইলিয়ামসনের ক্যাচে পরিণত হন জাকির। পরের ওভারে এজাজ প্যাটেলের প্রথম বলে খোঁচা দিলে কাছে থাকা টম ল্যাথামকে ক্যাচে মাঠ ছাড়েন ১৪ রান করা জয়।

দলীয় পঞ্চাশের আগে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ বিপদে পড়ে। ১৪তম ওভারে এজাজ প্যাটেলের বলে কাট করতে যাওয়া মুমিনুল হক (৫) উইকেটরক্ষক টম ব্লান্ডেলের কাছে ক্যাচ দেন। পরের ওভারে মিচেল স্যান্টনারের বলে ব্যক্তিগত ৯ রানে এলবির শিকার হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

মুশফিকুর রহিম ও শাহাদাত হোসেনের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে টাইগাররা। যেখানে লাঞ্চের পর শতক তুলে নেয় বাংলাদেশ। এই জুটিও হাফসেঞ্চুরির দেখা পায়। তবে দলীয় ৪১তম ওভারে বিরল এক আউটের শিকার হন মুশফিক। কাইল জেমিসনের করা চতুর্থ বলে সলিড ডিফেন্স করেন তিনি। কিন্তু বল মাটিতে পড়ে পেছনে চলে যেতে চাইলে হাত দিয়ে থামান মুশফিক। পরে নিউজিল্যান্ড ফিল্ডাররা আবেদন করলে থার্ড আম্পায়ারের নির্দেশে ‘হ্যান্ডেড দ্য বল’ নিয়মে আউট দেখানো হয় তাকে। এই ব্যাটার ৮৩ বলে ৩৫ রান করেন।

প্রতিরোধ গড়া শাহাদাদ হোসেন গ্লেন ফিলিপসের বলে ব্যক্তিগত ৩১ রানে ফেরেন। তরুণ এই ব্যাটার ১০২টি বল মোকাবিলা করেন। তবে এই স্পিনারের কাছে উইকেট বিলিয়ে দেন নুরুল হাসান। ৭ রানে মিচেল স্যান্টনারকে ক্যাচ দেন। অপরদিকে ৪২ বলে ২০ রান করা মেহেদী হাসান মিরাজ স্যান্টনারের তৃতীয় শিকার হন। শেষের দুই ব্যাটার তাইজুল ইসলাম ৬ ও শরিফুল ইসলাম ১০ রানে আউট হন। কিউই বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি করে উইকেট পান স্যান্টনার ও ফিলিপস। দুটি উইকেট পেয়েছেন এজাজ প্যাটেল।

এ টেস্টে বাংলাদেশ সিলেট টেস্টের একাদশ অপরিবর্তিত রেখেছে। তবে নিউজিল্যান্ড একটি পরিবর্তন এনেছে। ইশ সোধির পরিবর্তে মিচেল স্যান্টনার খেলছে।

এর আগে বাংলাদেশ সিলেটে অবিস্মরণীয় এক জয় পায়। যেটি ঘরের মাঠে কিউইদের বিপক্ষে টাইগারদের সাদা পোশাকে প্রথম জয়।

বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান (উইকেটরক্ষক), নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, টিম সাউদি (অধিনায়ক), এজাজ প্যাটেল।