
দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেই কোনো রান না করে আউট হন সৌম্য সরকার। নিউজিল্যান্ড সিরিজে প্রথম ওয়ানডেতে তার ওই ইনিংসের পরই প্রশ্ন ওঠে, কেন ফেরানো হয়েছে তাকে। বুধবার নেলসনে সেই সৌম্যই খেললেন শতরানের ইনিংস। তার ১৬৯ রানের রেকর্ড ইনিংসে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ তুলেছে ২৯১ রান।
নিউজিল্যান্ডের মাটিতে এ নিয়ে দ্বিতীয় শতকের দেখা পেলেন সৌম্য। তবে আগেরবার করেছিলেন টেস্ট ক্রিকেটে। দেশটিকে সাদা বলের ক্রিকেটে ৫১ রানের ইনিংসই ছিল সর্বোচ্চ। এবার অবশ্য আক্ষেপ মিটিয়েছেন তিনি। ওয়ানডেতে পেলেন শতকের দেখা। এ ছাড়া তামিম ইকবাল ও লিটন দাসের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ১৫০ ছাড়ানো ইনিংস খেললেন সৌম্য।
ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডেতে সেঞ্চুরি পেতে খেলতে হয় ১১৬ বল। তবে পরের ৫০ রান তুলেছেন ব্যাটে ঝড় তুলে, মাত্র ২৮ বলে। এদিকে নিউজিল্যান্ডের মাটিতে এশিয়ার কোনো ব্যাটার হিসেবে সর্বোচ্চ রানের ইনিংস খেললেন সৌম্য। এ ছাড়া লিটন দাসের সর্বোচ্চ ১৭৬ রানের ইনিংসও আজ টপকে যাবেন বলেই মনে হচ্ছিল, যদিও তা হয়নি। ইনিংসের শেষ ওভারে আউট হয়েছেন বাঁ-হাতি এই ওপেনার।
এরপর রান তাড়া করতে নেমে শুভসূচনা করেছে নিউজিল্যান্ড। এ রিপোর্ট লেখার সময় ৮ ওভারে বিনা উইকেটে ৪৪ রান তুলে ফেলেছে কিউইরা। ২৯ বলে ২০ রান করে অপরাজিত আছেন উইল ইয়াং, ১৯ বলে ২৩ রানে রাচিন রবীন্দ্র।
ঢাকা ব্যুরো।। 






































