সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নাশকতা মামলায় বিএনপির ৩২ নেতাকর্মীর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

  • ঢাকা ব্যুরো।।
  • প্রকাশের সময় : ১১:৪৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩
  • ২৭৭

নাশকতার অভিযোগে রাজধানীর হাজারীবাগ ও ভাটারা থানার দুই মামলায় বিএনপির ৩২ নেতাকর্মীর বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ রায় ঘোষণা করেন।

রায় হওয়া মামলাগুলোর মধ্যে হাজারীবাগ থানার মামলায় বিএনপির ১৭ নেতাকর্মীকে ২ বছর ৩ মাসের কারাদণ্ড দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রাজু আহমেদ, জিসান, কামাল উদ্দিন, জামাল উদ্দিন, ফাহমিদা, আলম মিয়া, আবুল খায়ের, নরুল হক আরজু, মো. মুরাদ, মো. সালাম, মো. সুমন, মো. মামুন মিয়া, আলমগীর, মো. জনি, মো. হাবিবুল হাবিব, মো. ইসলাম উদ্দিন ও মো. রাজু হোসেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি হাজারীবাগ থানা এলাকায় বিএনপির নেতাকর্মীরা নাশকতা করে। এ ঘটনায় পুলিশ উপ-পরিদর্শক মো. অলিভ মাহমুদ বাদী হয়ে হাজারীবাগ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা তদন্ত করে দণ্ডপ্রাপ্ত ১৭ আসামিকে চার্জশিটভুক্ত আসামি করা হয়।

অন্যদিকে রাজধানীর ভাটারা থানা এলাকায় নাশকতার অভিযোগের মামলায় বিএনপির ১৫ নেতাকর্মীর ৬ মাসের কারাদণ্ডের রায় দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. রহিম, আযহার আলম, আব্দুল লতিফ, আবু বকর সিদ্দিক, আকরামুজ্জামান, ইফতেখার আলম ওরফে কামাল, রফিকুল ইসলাম, শিশির, স্বপন, জিয়া উদ্দিন, তৌহিদুল ইসলাম, মইজুল ইসলাম দর্জি, নজরুল ইসলাম, রবিুল আওয়াল ও দেলোয়ার মেম্বার।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে বিএনপির নেতাকর্মীরা ভাটারা থানা এলাকায় বেআইনি সমাবেশ করে নাশকতা করেন। এ ঘটনায় ভাটারা থানায় মামলা করে পুলিশ।

জনপ্রিয়

রাঙ্গুনিয়া হানাদারমুক্ত দিবস আজ

নাশকতা মামলায় বিএনপির ৩২ নেতাকর্মীর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

প্রকাশের সময় : ১১:৪৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩

নাশকতার অভিযোগে রাজধানীর হাজারীবাগ ও ভাটারা থানার দুই মামলায় বিএনপির ৩২ নেতাকর্মীর বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ রায় ঘোষণা করেন।

রায় হওয়া মামলাগুলোর মধ্যে হাজারীবাগ থানার মামলায় বিএনপির ১৭ নেতাকর্মীকে ২ বছর ৩ মাসের কারাদণ্ড দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রাজু আহমেদ, জিসান, কামাল উদ্দিন, জামাল উদ্দিন, ফাহমিদা, আলম মিয়া, আবুল খায়ের, নরুল হক আরজু, মো. মুরাদ, মো. সালাম, মো. সুমন, মো. মামুন মিয়া, আলমগীর, মো. জনি, মো. হাবিবুল হাবিব, মো. ইসলাম উদ্দিন ও মো. রাজু হোসেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি হাজারীবাগ থানা এলাকায় বিএনপির নেতাকর্মীরা নাশকতা করে। এ ঘটনায় পুলিশ উপ-পরিদর্শক মো. অলিভ মাহমুদ বাদী হয়ে হাজারীবাগ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা তদন্ত করে দণ্ডপ্রাপ্ত ১৭ আসামিকে চার্জশিটভুক্ত আসামি করা হয়।

অন্যদিকে রাজধানীর ভাটারা থানা এলাকায় নাশকতার অভিযোগের মামলায় বিএনপির ১৫ নেতাকর্মীর ৬ মাসের কারাদণ্ডের রায় দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. রহিম, আযহার আলম, আব্দুল লতিফ, আবু বকর সিদ্দিক, আকরামুজ্জামান, ইফতেখার আলম ওরফে কামাল, রফিকুল ইসলাম, শিশির, স্বপন, জিয়া উদ্দিন, তৌহিদুল ইসলাম, মইজুল ইসলাম দর্জি, নজরুল ইসলাম, রবিুল আওয়াল ও দেলোয়ার মেম্বার।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে বিএনপির নেতাকর্মীরা ভাটারা থানা এলাকায় বেআইনি সমাবেশ করে নাশকতা করেন। এ ঘটনায় ভাটারা থানায় মামলা করে পুলিশ।