
আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন।
পরীক্ষার সময়সূচি (রুটিন) ও প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন তপন কুমার সরকার।
এর আগে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আগামী বছরের এসএসসি পরীক্ষার একটি ভুয়া রুটিন ছড়িয়ে পড়েছে। সেখানে উল্লেখ আছে ১১ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষ বলছে, ছড়িয়ে পড়া ওই রুটিন ফেক বা ভুয়া।
ঢাকা ব্যুরো।। 







































