
হামাসের সঙ্গে চলমান যুদ্ধে ইসরাইলি সেনাবাহিনীর আরও ৯ সেনা নিহত হয়েছেন। রোববার এ তথ্য জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। খবর রয়টার্সের
গত ৭ অক্টোবর ইসরাইলে অতর্কিত হামলা চালায় হামাস। ওই দিনই গাজা উপত্যকায় পাল্টা নির্বিচার বোমা হামলা শুরু করে ইসরাইলি বাহিনী। পরে গাজায় স্থল অভিযান শুরু করে তারা। হামাসকে নির্মূলের নামে আকাশ ও নৌপথে হামলার পাশাপাশি স্থল অভিযান পরিচালনা করছে ইসরাইল।
গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় ২০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে প্রায় ৮ হাজারই শিশু।
গাজার চিকিৎসকেরা বলেছেন, নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ, বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা মরদেহ এবং হাসপাতালে যেসব মরদেহ পৌঁছায়নি, সেগুলো হিসেবের আওতায় আসেনি।
আন্তর্জাতিক ডেস্ক।। 







































