বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা, দীর্ঘ দিনপর কাজে ফিরেছেন

  • বিনোদন ডেস্ক ॥
  • প্রকাশের সময় : ০৭:২২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
  • ২৮১

ছোট পর্দার এক সময়ের আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। দীর্ঘ বিরতির পর তিনি কাজে ফিরেছেন। কাজে ফিরে ভিডিও ক্লিপ নিয়ে খুব বিব্রত হয়েছেন তিনি। জানালেন অনুমতি ছাড়া সহশিল্পীর ভিডিও ধারণের কথা।

সম্প্রতি ‘তোমারি বিরহে রহিব বিলীন’ নামে একটি নাটকের শুটিং শেষ করেছেন প্রভা। এরপর তিনি সাক্ষাৎকার দিয়েছেন একটি সংবাদ মাধ্যমকে।

সেখানে প্রভা বলেন, ‘নাটকের শুটিংসেটে নিজস্ব ক্যামেরা ছাড়া অন্য ক্যামেরা দিয়ে সহশিল্পী কিংবা সহকারী পরিচালকের ব্যক্তিগত উদ্দেশ্য ভিডিও ধারণ করা হয়। সেই ঘটনা মানসিকভাবে বিপর্যস্ত করেছে অভিনেত্রীকে।

সবার হাতে হাতে স্মার্টফোনের অসচেতন ব্যবহার সময়টাকে দূষিত করে তুলছে। ইদানীং দেখা যাচ্ছে অভিনয়শিল্পী থেকে শুরু করে ইউনিটে থাকা প্রায় সবারই ফেসবুক পেজ, টিকটক অ্যাকাউন্ট ও ইউটিউব আছে। ব্যক্তিগত স্বার্থের জন্যও স্মার্টফোনের অপব্যবহার হচ্ছে শুটিং সেটে এমনটাই মনে করেন প্রভা।

প্রভার ভাষায়, ‘আমি যাদের বিশ্বাস করতাম, যাদের সহশিল্পীর চেয়ে ভালো বন্ধু মনে করতাম, তাদের কিছু কর্মকাণ্ড আমাকে আহত করেছে। এমনও দেখেছি, কোনো কোনো সহশিল্পী আছেন, তাদের ফেসবুক, টিকটক ও ইউটিউব আছে, ভিউ পাওয়ার জন্য শুটিং সেটে এমন কিছু অ্যাকটিভিটি করেন, যেটার কোনো অনুমতি নেয়ার প্রয়োজন পর্যন্ত মনে করেননা।

তিনি আরও বলেন, ‘আমারই একজন সহকর্মীকে প্রায়ই দেখেছি, অনুমতি ছাড়াই এমন কর্মকাণ্ড করেন। তার সহকারী ক্যামেরা চালাচ্ছেন, অথচ সেটা শুটিংয়ের কিছু না, যেটার জন্য বিব্রতবোধ করেছি! এসব যে সেই সহশিল্পী ইচ্ছাকৃত করতেন, তা ভিডিও ক্লিপগুলো প্রকাশের পর বোঝা যেত। ওই সহশিল্পীকে প্রায় সময় আরও অনেককের সঙ্গে এমন আচরণ করতে দেখি। এসব ভিডিও ক্লিপ ইউটিউব বা টিকটকে দেখতাম, আমাকে মানসিকভাবে খুব বিপর্যস্ত করেছে এসব।

সাদিয়া জাহান প্রভা ২০০৫ সাল থেকে মডেলিং এর মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। তার জনপ্রিয় বিজ্ঞাপনগুলোর মাঝে রয়েছে মেরিল, তিব্বত, পন্ডস, বাংলালিংক, জুঁই তেল ইত্যাদি। প্রভা অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটক, মডেলিং এবং বিজ্ঞাপনে কাজ করেছেন তারমধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন।

জনপ্রিয়

যশোরে প্রতারক রবিউল ইসলামের জামিন না মঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা, দীর্ঘ দিনপর কাজে ফিরেছেন

প্রকাশের সময় : ০৭:২২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩

ছোট পর্দার এক সময়ের আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। দীর্ঘ বিরতির পর তিনি কাজে ফিরেছেন। কাজে ফিরে ভিডিও ক্লিপ নিয়ে খুব বিব্রত হয়েছেন তিনি। জানালেন অনুমতি ছাড়া সহশিল্পীর ভিডিও ধারণের কথা।

সম্প্রতি ‘তোমারি বিরহে রহিব বিলীন’ নামে একটি নাটকের শুটিং শেষ করেছেন প্রভা। এরপর তিনি সাক্ষাৎকার দিয়েছেন একটি সংবাদ মাধ্যমকে।

সেখানে প্রভা বলেন, ‘নাটকের শুটিংসেটে নিজস্ব ক্যামেরা ছাড়া অন্য ক্যামেরা দিয়ে সহশিল্পী কিংবা সহকারী পরিচালকের ব্যক্তিগত উদ্দেশ্য ভিডিও ধারণ করা হয়। সেই ঘটনা মানসিকভাবে বিপর্যস্ত করেছে অভিনেত্রীকে।

সবার হাতে হাতে স্মার্টফোনের অসচেতন ব্যবহার সময়টাকে দূষিত করে তুলছে। ইদানীং দেখা যাচ্ছে অভিনয়শিল্পী থেকে শুরু করে ইউনিটে থাকা প্রায় সবারই ফেসবুক পেজ, টিকটক অ্যাকাউন্ট ও ইউটিউব আছে। ব্যক্তিগত স্বার্থের জন্যও স্মার্টফোনের অপব্যবহার হচ্ছে শুটিং সেটে এমনটাই মনে করেন প্রভা।

প্রভার ভাষায়, ‘আমি যাদের বিশ্বাস করতাম, যাদের সহশিল্পীর চেয়ে ভালো বন্ধু মনে করতাম, তাদের কিছু কর্মকাণ্ড আমাকে আহত করেছে। এমনও দেখেছি, কোনো কোনো সহশিল্পী আছেন, তাদের ফেসবুক, টিকটক ও ইউটিউব আছে, ভিউ পাওয়ার জন্য শুটিং সেটে এমন কিছু অ্যাকটিভিটি করেন, যেটার কোনো অনুমতি নেয়ার প্রয়োজন পর্যন্ত মনে করেননা।

তিনি আরও বলেন, ‘আমারই একজন সহকর্মীকে প্রায়ই দেখেছি, অনুমতি ছাড়াই এমন কর্মকাণ্ড করেন। তার সহকারী ক্যামেরা চালাচ্ছেন, অথচ সেটা শুটিংয়ের কিছু না, যেটার জন্য বিব্রতবোধ করেছি! এসব যে সেই সহশিল্পী ইচ্ছাকৃত করতেন, তা ভিডিও ক্লিপগুলো প্রকাশের পর বোঝা যেত। ওই সহশিল্পীকে প্রায় সময় আরও অনেককের সঙ্গে এমন আচরণ করতে দেখি। এসব ভিডিও ক্লিপ ইউটিউব বা টিকটকে দেখতাম, আমাকে মানসিকভাবে খুব বিপর্যস্ত করেছে এসব।

সাদিয়া জাহান প্রভা ২০০৫ সাল থেকে মডেলিং এর মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। তার জনপ্রিয় বিজ্ঞাপনগুলোর মাঝে রয়েছে মেরিল, তিব্বত, পন্ডস, বাংলালিংক, জুঁই তেল ইত্যাদি। প্রভা অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটক, মডেলিং এবং বিজ্ঞাপনে কাজ করেছেন তারমধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন।