সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আরিয়ান খানের স্টারডম সিরিজে উঠে আসবে শাহরুখ খানের জীবনী

দেখতে তিনি এ প্রজন্মের যেকোনো নায়কের চেয়ে কম নন। চাইলে যে কাউকে চ্যালেঞ্জ জানিয়ে রাজকুমার স্টাইলে বলিউডে অভিনয়ের যাত্রা করতে পারতেন। তবে শাহরুখ খানের পুত্র আরিয়ান খান বেছে নিয়েছেন পর্দার পেছনটাকেই। তিনি অভিষিক্ত হতে চলেছেন পরিচালক হিসেবে।

মেয়ের পর এবার শাহরুখের ছেলের পালা। আর কিছু দিনের মধ্যে বলিউডে ডেবিউ করতে চলেছেন আরিয়ান খান। তার প্রথম সিরিজের নাম ‘স্টারডম’। আরিয়ান খানের প্রথম সিরিজ ‘স্টারডম’ নিয়ে দর্শক থেকে শাহরুখভক্ত এমনকি ফিল্ম ক্রিটিকদের মাথাব্যথার শেষ নেই। সকলেই কিং খান পুত্রের প্রথম কাজ দেখতে আগ্রহী। তাই এটা নিয়ে নানা ধরনের কথা, খবর মাঝেমধ্যেই প্রকাশ্যে আসছে। তবে এবার যে খবর জানা গেছে সেটা শুনে সকলের চক্ষু চড়কগাছ।

বলিউড লাইফের পক্ষ থেকে একটি রিপোর্টে জানানো হয়েছে, আরিয়ান খান পরিচালিত স্টারডম সিরিজে উঠে আসবে দিল্লির একটি সাধারণ যুবকের কথা। সেই যুবক দুই চোখভরা স্বপ্ন নিয়ে এই ইন্ডাস্ট্রিতে এসে কী করে স্টারডম পায় তারই গল্প বলা হবে সিরিজে। এ গল্পের সঙ্গে অনেকেই বলিউড ইন্ডাস্ট্রির বেতাজ বাদশা শাহরুখ খানের জীবনীর মিল পাবেন। তবে হুবহু এখানে শাহরুখের জীবনকে তুলে ধরা হয়েছে, এমনটাও নয়।

এই প্রজেক্টের সঙ্গে যুক্ত এমন একজন জানিয়েছেন যে এটা শাহরুখের বায়োপিক নয়, কিন্তু কিছু কিছু জায়গায় দর্শকরা শাহরুখের জীবনের সঙ্গে মিল পাবেন, কারণ এখানে দিল্লির একজন যুবকের জীবনের কথা তুলে ধরা হয়েছে।

ইতোমধ্যেই একাধিক সূত্রের তরফে জানানো হয়েছে, এখানে নাকি বিশেষ একটি চরিত্রে রনবীর কাপুরকে দেখা যাবে। কোনো কোনো রিপোর্টে জানানো হয়েছে, শাহরুখ নাকি ছেলের প্রথম কাজে অংশ হতে চেয়েছিলেন, কিন্তু আরিয়ান নিজেই সেটা হতে দেননি। তবে এ সমস্ত গুজবের কোনটা সত্যি আর কোনটা মিথ্যা, সেটা সিরিজটি মুক্তি পেলেই বোঝা যাবে।

জনপ্রিয়

এই শীতে গাজরের উপকারিতা

আরিয়ান খানের স্টারডম সিরিজে উঠে আসবে শাহরুখ খানের জীবনী

প্রকাশের সময় : ০৬:২৯:২৯ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪

দেখতে তিনি এ প্রজন্মের যেকোনো নায়কের চেয়ে কম নন। চাইলে যে কাউকে চ্যালেঞ্জ জানিয়ে রাজকুমার স্টাইলে বলিউডে অভিনয়ের যাত্রা করতে পারতেন। তবে শাহরুখ খানের পুত্র আরিয়ান খান বেছে নিয়েছেন পর্দার পেছনটাকেই। তিনি অভিষিক্ত হতে চলেছেন পরিচালক হিসেবে।

মেয়ের পর এবার শাহরুখের ছেলের পালা। আর কিছু দিনের মধ্যে বলিউডে ডেবিউ করতে চলেছেন আরিয়ান খান। তার প্রথম সিরিজের নাম ‘স্টারডম’। আরিয়ান খানের প্রথম সিরিজ ‘স্টারডম’ নিয়ে দর্শক থেকে শাহরুখভক্ত এমনকি ফিল্ম ক্রিটিকদের মাথাব্যথার শেষ নেই। সকলেই কিং খান পুত্রের প্রথম কাজ দেখতে আগ্রহী। তাই এটা নিয়ে নানা ধরনের কথা, খবর মাঝেমধ্যেই প্রকাশ্যে আসছে। তবে এবার যে খবর জানা গেছে সেটা শুনে সকলের চক্ষু চড়কগাছ।

বলিউড লাইফের পক্ষ থেকে একটি রিপোর্টে জানানো হয়েছে, আরিয়ান খান পরিচালিত স্টারডম সিরিজে উঠে আসবে দিল্লির একটি সাধারণ যুবকের কথা। সেই যুবক দুই চোখভরা স্বপ্ন নিয়ে এই ইন্ডাস্ট্রিতে এসে কী করে স্টারডম পায় তারই গল্প বলা হবে সিরিজে। এ গল্পের সঙ্গে অনেকেই বলিউড ইন্ডাস্ট্রির বেতাজ বাদশা শাহরুখ খানের জীবনীর মিল পাবেন। তবে হুবহু এখানে শাহরুখের জীবনকে তুলে ধরা হয়েছে, এমনটাও নয়।

এই প্রজেক্টের সঙ্গে যুক্ত এমন একজন জানিয়েছেন যে এটা শাহরুখের বায়োপিক নয়, কিন্তু কিছু কিছু জায়গায় দর্শকরা শাহরুখের জীবনের সঙ্গে মিল পাবেন, কারণ এখানে দিল্লির একজন যুবকের জীবনের কথা তুলে ধরা হয়েছে।

ইতোমধ্যেই একাধিক সূত্রের তরফে জানানো হয়েছে, এখানে নাকি বিশেষ একটি চরিত্রে রনবীর কাপুরকে দেখা যাবে। কোনো কোনো রিপোর্টে জানানো হয়েছে, শাহরুখ নাকি ছেলের প্রথম কাজে অংশ হতে চেয়েছিলেন, কিন্তু আরিয়ান নিজেই সেটা হতে দেননি। তবে এ সমস্ত গুজবের কোনটা সত্যি আর কোনটা মিথ্যা, সেটা সিরিজটি মুক্তি পেলেই বোঝা যাবে।