
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা)আসনের নব নির্বাচিত সংসদ সদস্য শেখ আফিল ্উদ্দিন নেতাকর্মী ও জনতার ভালোবাসায় সিক্ত হয়েছেন। সোমবার দুপুরে আফিল জুট মিলে আসলে হাজার হাজার মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় সংক্ষিপ্ত এক আলোচনা সভায় তিনি বলেন, জনগণের ভালোবাসায় আমি সিক্ত হলাম।
জনগণের এই ভালোবাসা আমি জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে উৎসর্গ করছি। তিনি আরো বলেন, আপনারা আমাকে যেভাবে ভালোবাসায় সিক্ত করলেন আমি চিরদিন মনে রাখবো। আমি আপনাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নসহ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবো।
সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা নাজমুল ইসলাম, আ.লীগের যুগ্ন সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিক খলিল, বেনাপোল পৌর সভার মেয়র আলহাজ্ব নাসির উদ্দিন, যুবলীগের সভাপতি অহেদুজ্জামান অহিদ, সাধারন সম্পাদক সোহরাব হোসেন, বেনাপোল ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রহমান, উলাশী ইউনিয়ের চেয়ারম্যান আয়নাল হক, সহ আরও নেতা কর্মীরা।
বেনাপোল প্রতিনিধি ।। 







































