
যশোর জিলা স্কুলের ১৮৬ বছর পূর্তিতে দুদিন ব্যাপী প্রাক্তন ছাত্র পুনর্মিলনী উৎসবকে ঘিরে নবীন ও প্রবীণদের নিয়ে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় র্যালিটি জেলা স্কুল ক্যাম্পাস থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্কুল ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। এর আগে শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারসহ অতিথিরা ১৮৬টি বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন।
১৮৩৮ সালে যশোর জিলা স্কুল প্রতিষ্ঠিত হয়। নবীন-প্রবীণ একপ্রাণ স্লোগান সামনে রেখে জিলা স্কুলের ১৮৬ বছর উদযাপন ও প্রাক্তন ছাত্র পুনর্মিলনী উপলক্ষ্যে দুই দিনব্যাপী মিলনমেলার আয়োজন করা হয়। যশোর জিলা স্কুল প্রাক্তন ছাত্র সমিতি এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এ জেড এম সালেক।
যশোর অফিস।। 







































