
প্রতিনিধি শরণখোলা (বাগেরহাট)
বাগেরহাটের শরণখোলায় গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার সাউথখালী ইউনিয়নের উত্তর সাউথখালী গ্রামের এক কৃষকের বাড়িতে চোরেরা প্রবেশ করে গোয়াল ঘরের দরজা খুলে দুইটি গরু চুরি করে নিয়ে গেছে।
গরুর মালিক মন্নান আলাদার জানান, দুই লাখ টাকা মূল্যের দুইটি গাভী নিয়ে যায় চোরেরা প্রতিদিনের মত তিনি রাতে ঘুমিয়ে যান যাওয়ার ফলে। চোরেরা তার বাড়িতে প্রবেশ করে গোয়াল ঘরের দরজা খুলে তার গরু দুটি চুরি করে নিয়ে যায়।
এলাকাবাসীর ধারণা গরুগুলো ট্রলারযোগে বা পিকআপে করে কোথাও নিয়ে গেছে চোরেরা এলাকার মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। গরু হারিয়ে ওই কৃষক দিশেহারা হয়ে পড়েছেন।
ইউপি সদস্য আল আমিন খাঁন জানান, মান্নান আলাদার একজন কৃষক গভীর রাতে চোরেরা তার বাড়িতে থাকা গোয়াল ঘর থেকে দুইটি গরু নিয়ে গেছে । বিষয়টি দুঃখজনক আমরা চোর চক্রকে সনাক্ত করার চেষ্টা করতিছি এবং রাতে গ্রামে পাহারাদার রেখেছি। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এন/
প্রতিনিধি শরণখোলা (বাগেরহাট) 



















