
দক্ষিণ কোরিয়ার ২২তম সাধারণ নির্বাচন উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল আগামী ৪ থেকে ১২ এপ্রিল দক্ষিণ কোরিয়া সফর করবেন। দক্ষিণ কোরিয়ার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১০ এপ্রিল।
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দক্ষিণ কোরিয়া যাবেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম, প্রধান নির্বাচন কমিশনারের ব্যক্তিগত সচিব মো. রিয়াজ উদ্দিন।
তাদের এই সফরে বিমান ভাড়া, আবাসন, খাবার এবং স্থানীয় যাতায়াতের খরচ বহন করবে দক্ষিণ কোরিয়ার জাতীয় নির্বাচন কমিশন।
এর আগে ফেডারেল রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সে সময় সিইসির সফর সঙ্গী ছিলেন তার একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন। নির্বাচন পর্যবেক্ষণ শেষে সিইসি ও প্রতিনিধিদল ১৩ এপ্রিল দেশে ফিরবেন।
ঢাকা ব্যুরো।। 







































