
শার্শা (যশোর) প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ-২০২৪ পালিত হয়েছে।পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ৯ টায় শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন…. শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ মনিরুজ্জামান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আবু তাহের, উপজেলা প্রাণিসম্পদ অফিসার বিনয় কৃষ্ণ মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেনে,শার্শা উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইঞ্জিনিয়ার এম এম মামুন হাসান, উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা,উপজেলা মহিলা বিষয়ক অফিসার জাহান- ই-গুলশান,উপজেলা আইসিটি অফিসার শুভেন্দু হালদার প্রমুখ।
এন/
শার্শা (যশোর) প্রতিনিধি 







































