
মারুফ বাবু, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
আন্তর্জাতিক নারী দিবস- ২০২৪ উপলক্ষে নারীর সমঅধিকার,সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ-এই প্রতিপাদ্যটিকে সামনে রেখে ( বৃহস্পতিবার) ০৭ ই মার্চ সকাল ১১ টায় সিএনআরএস প্রতিবেশ প্রকল্প এর আয়োজনে চিলা ইউনিয়ন পরিষদে আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন- ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস,১৯৭৫ সালে জাতিসংঘ এই দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি প্রদানের পর জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে আসছে।বর্তমান প্রেক্ষাপটে নারী দিবস পালন আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।প্রতিবছর দিবসটি পালনের উদ্দেশ্য হলো নারী আন্দোলনের ফলে বিশ্ব ও জাতীয় পর্যায়ে নারীর অর্জনকে তুলে ধরে উন্নয়নের পথে বিরাজমান প্রতিবন্ধকতাসমূহ চিহ্নিত করে করণীয় নির্ধারণ করা।দেশের রাজনৈতিক অস্থিরতা,দ্রব্যমূলের লাগামহীন উর্দ্ধগতি,গ্যাস,বিদ্যুৎ,পানির সংকট ও মুল্যবৃদ্ধিতে জনজীবন দুর্বিসহ হয়ে পড়েছে।এর ফলে পারিবারিক কলহ-অশান্তি ও নির্যাতন বৃদ্ধি পেয়েছে।এর শিকার হচ্ছে নারীরা।শুধু ঘরেই না,বাইরেও নারী-কন্যা শিশুরা হত্যা,ধর্ষণ,নির্যাতনের শিকার হচ্ছে।এজন্য সকল সম্প্রদায়ের অভিন্ন পারিবারিক আইন চালু করতে হবে,সিডও সনদের পূর্ণ অনুমোদন ও বাস্তবায়ন,নারী ও শিশু নির্যাতন ও সহিংসতা বন্ধ,বাল্যবিবাহ রোধ, শিক্ষা থেকে ঝরে পড়া বন্ধ,নারী অধিকার প্রতিষ্ঠা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে, নারীর গৃহস্থলির কাজসহ সকল শ্রমের মর্যাদাপূর্ণ মূল্যায়ন,সকল ক্ষেত্রে জেন্ডার সমতা প্রতিষ্ঠা করার জন্য তথ্য প্রযুক্তির সঠিকভাবে ব্যবহার করতে হবে,নারীদের প্রযুক্তির সাথে ব্যাপকভাবে পরিচিত করাতে হবে,প্রযুক্তি ব্যবহার করে তাদের স্বাবলম্বী হবার সুযোগ দিতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন- প্রধান অতিথি হিসাবে আলোচনা সভায় উপস্থিত ছিলেন চিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব গাজী আকবর হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলা ইউনিয়ন পরিষদের সচিব সিব পদ পাল, ইউপি সদস্য গন,সিএমসি এর সদস্য,পিপুলস ফোরামের সভাপতি এবং সিএনআরএস এর রাখি ঢালী,বিশ্বজিৎ বিশ্বাস ও দেবকি রানী হালদার সহ ভিসিএফ সদস্য গন সহ,ছাত্র ছাত্রী মোট ১০০ জন অংশগ্রহণ করেন।
মারুফ বাবু, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 






































