
প্রতিনিধি বেনাপোল
বেনাপোলের কাগজপুকুর গ্রামে রেশমা (৩২) নামে তৃতীয় লিঙ্গের একজন মানুষকে গলা কেটে হত্যা করা হয়েছে। হত্যার অভিযোগে ফারুক হোসেন নামে একজনকে আটক করা হয়েছে।
আটক ফারুক বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের নূর ইসলামের ছেলে।
গতকাল সোমবার বিকালে কাগজপুকুর গ্রামের প্রাইমারি স্কুলের প্রাচীরের পাশ থেকে মাটিচাপা অবস্থায় রেশমার লাশ উদ্ধার করা হয়। তিনি বেনাপোল পোর্ট থানার রাজবাড়ী গ্রামের মৃত জাকির হোসেনের মেয়ে।
জানা গেছে, নিহত রেশমা বেনাপোল ইমিগ্রেশন ও বেনাপোল রেলস্টেশন ব্যবহার করে চোরাকারবারি চক্রের মালামাল আনা-নেওয়া করতেন। এসব মালামাল বেনাপোল থেকে যশোরসহ বিভিন্ন জেলায় পাচার করতেন তিনি। সোমবার সকালে স্থানীয় লোকজন ওই স্কুলের প্রাচীরের পাশে কবরস্থানে নতুন একটি কবরের মতো দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ মাটি খুঁড়ে লাশ উদ্ধার করে।
প্রভাব খাটিয়ে ও কর্মকর্তাদের হেনস্ত করে ইমিগ্রেশন কাস্টমস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সংস্থাদের ম্যানেজ করে রেশমা অবৈধ কাজ করে আসছিলেন বলে স্থানীয়দের অভিযোগ।
এ ব্যাপারে নাভারণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান জানান, ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফারুক হোসেন নামে একজনকে আটক করা হয়েছে।
প্রতিনিধি বেনাপোল 







































