মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শীর্ষ সন্ত্রাসী কিশোর গ্যাং প্রধান পিচ্চি রাজা আটক

যশোরের শীর্ষ সন্ত্রাসী কিশোর গ্যাং প্রধান পিচ্চি রাজাকে আটক করেছে র‌্যাব-৬

যশোর প্রতিনিধি 

যশোরের শীর্ষ সন্ত্রাসী ২১ মামলার আসামি কিশোর গ্যাং প্রধান পিচ্চি রাজাকে (২৫) আটক করেছে র‌্যাব-৬ সদস্যরা। গতরাতে যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী গ্রাম দাদাখালি থেকে আটক করা হয় তাকে।

আটক পিচ্চি রাজা শহরের রেলগেট কলাবাগানপাড়ার মুজিবর ওরফে জাহাঙ্গীরের ছেলে।

তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান স্যুটারগান, ৪ রাউন্ড গুলি, তিনটি চাইনিজ কুড়াল, একটি টিপ চাকু, একটি সাধারণ চাকু এবং একটি দা উদ্ধার করা হয়েছে

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন প্রেস ব্রিফিংয়ে জানান, গত ৮ মার্চ যশোর শহরের অন্যতম শীর্ষ সন্ত্রাসী রমজান হত্যাকান্ড সংঘটিত হওয়ার পর র‌্যাব আসামি আটকের তৎপর হয়। পিচ্চি রাজা ছিল এ হত্যাকান্ডের প্রধান আসামি।

র‌্যাব সদস্যরা এ পর্যন্ত পটকে শাওন ,ইবাদুল ,ট্যাটু সুমন, তুহিনসহ পিচ্চি রাজাকে আটক করেছে। এরা রমজান হত্যাকান্ডে দায় স্বীকার করেছে।
তিনি জানিয়েছেন, চারজনের কাছ থেকে তথ্য পেয়ে সোমবার রাতে সন্ত্রাসী পিচ্চি রাজাকে শার্শা উপজেলার সীমান্তবর্তী গ্রাম দাদখালী এলাকা থেকে আটক করা হয়।
মেজর সাবিক হোসেন জানিয়েছেন, আটক রাজাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেখানো মতে শহরের চোরমারা দিঘিরপাড় এলাকা থেকে ওই আগ্নেয়ান্ত্র গুলি উদ্ধার করা হয়। মূলত রাজা রেলগেট পশ্চিমপাড়াসহ আশেপাশের এলাকায় শীর্ষ কিশোর গ্যাং প্রধান।
পিচ্চি রাজার বিরুদ্ধে যশোর কোতয়ালী থানায়  অস্ত্র আইনে আরো একটি মামলা দায়েল করেছে র‌্যাব।
জনপ্রিয়

সিলেট থেকে নির্বাচনি প্রচারণা শুরু করবেন তারেক রহমান

শীর্ষ সন্ত্রাসী কিশোর গ্যাং প্রধান পিচ্চি রাজা আটক

প্রকাশের সময় : ০৪:৪৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
যশোর প্রতিনিধি 

যশোরের শীর্ষ সন্ত্রাসী ২১ মামলার আসামি কিশোর গ্যাং প্রধান পিচ্চি রাজাকে (২৫) আটক করেছে র‌্যাব-৬ সদস্যরা। গতরাতে যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী গ্রাম দাদাখালি থেকে আটক করা হয় তাকে।

আটক পিচ্চি রাজা শহরের রেলগেট কলাবাগানপাড়ার মুজিবর ওরফে জাহাঙ্গীরের ছেলে।

তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান স্যুটারগান, ৪ রাউন্ড গুলি, তিনটি চাইনিজ কুড়াল, একটি টিপ চাকু, একটি সাধারণ চাকু এবং একটি দা উদ্ধার করা হয়েছে

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন প্রেস ব্রিফিংয়ে জানান, গত ৮ মার্চ যশোর শহরের অন্যতম শীর্ষ সন্ত্রাসী রমজান হত্যাকান্ড সংঘটিত হওয়ার পর র‌্যাব আসামি আটকের তৎপর হয়। পিচ্চি রাজা ছিল এ হত্যাকান্ডের প্রধান আসামি।

র‌্যাব সদস্যরা এ পর্যন্ত পটকে শাওন ,ইবাদুল ,ট্যাটু সুমন, তুহিনসহ পিচ্চি রাজাকে আটক করেছে। এরা রমজান হত্যাকান্ডে দায় স্বীকার করেছে।
তিনি জানিয়েছেন, চারজনের কাছ থেকে তথ্য পেয়ে সোমবার রাতে সন্ত্রাসী পিচ্চি রাজাকে শার্শা উপজেলার সীমান্তবর্তী গ্রাম দাদখালী এলাকা থেকে আটক করা হয়।
মেজর সাবিক হোসেন জানিয়েছেন, আটক রাজাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেখানো মতে শহরের চোরমারা দিঘিরপাড় এলাকা থেকে ওই আগ্নেয়ান্ত্র গুলি উদ্ধার করা হয়। মূলত রাজা রেলগেট পশ্চিমপাড়াসহ আশেপাশের এলাকায় শীর্ষ কিশোর গ্যাং প্রধান।
পিচ্চি রাজার বিরুদ্ধে যশোর কোতয়ালী থানায়  অস্ত্র আইনে আরো একটি মামলা দায়েল করেছে র‌্যাব।