
ঢাকার লালমাটিয়া গ্যালারি শিল্পাঙ্গন ও নন্দনচিত্ত আয়োজিত উদ্বোধন করা হয়েছে ১৪ দিন ব্যাপী যৌথ চিত্র প্রদর্শনী – CONNECTION।
চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করছেন ২৬জন খ্যাতনামা শিল্পী। যাদের মধ্যে রয়েছে , আজাদী পারভীন, রশিদ আমীন, সুশান্ত কুমার অধিকারী, রাশেদ সুখন, নাজনীন আকতার, সুব্রত দাস, আবু কালাম শামসুদ্দিন, অনির্বান মল্লিক, তাসলিমা আকতার বাঁধন, রাশেদুর রহমান, রুমানা ইসলাম রূপা, মোছা. তানিয়া আফরোজ, তর্পন পাল, পলাশ শেখ, সানজিদা সুলতানা, রাজিব মাহবুব, নুপুর পোদ্দার, আরিফ বাচ্চু, শর্মিষ্ঠা রায়, আশরাফুন নাহার, সাজন চন্দ্র পাড়, সোহানুর রহমান, সামিয়া সাবিহা রিনি, ইফাত আরা আনজুম অরিন, জাহানারা খাতুন, ইরিনা দেবী।
তিন প্রজন্মের ২৬জন শিল্পীদের মোট ৪০টি শিল্পকর্ম নিয়ে শনিবার বিকেলে শুরু হওয়া এই প্রর্দশনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন স্বনামধন্য চিত্রশিল্পী বীরেন সোম ও খ্যাতনামা শিল্পী সমালোচক ও অধ্যাপক ও লেখক মইনুদ্দীন খালেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী রশিদআমিন ও সুশান্তকুমার অধিকারী।
প্রদর্শনীটি কিউরেটর করছেন শিল্পী তর্পন পাল ও কো-কিউরেটর হিসেবে থাকছেন শিল্পী সানজিদা সুলতানা। প্রদর্শনীর উদ্বোধন করা হয় : ২ মার্চ শনিবার, ২০২৪ সন্ধ্যা ৬.৩০ টায় গ্যালারি শিল্পাঙ্গন, বাড়ি ২/৮, ব্লক-ডি, লালমাটিয়া, ঢাকায়। প্রদর্শনী চলবে ১৫ মার্চ ২০২৪ পর্যন্ত, প্রতিদিন সকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত শিল্পী ও শিল্পানুরাগীদের জন্য উন্মুক্ত থাকছে চিত্র প্রদর্শনী ।
প্রেস বিজ্ঞপ্তি ।। 







































