সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বইও শিক্ষা উপকরণ বিতরণ

  • যশোর অফিস।।
  • প্রকাশের সময় : ০৭:৩৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪
  • ২২০

যশোরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বইও শিক্ষা উপকরণ বিতরণ 

সুবিধাবঞ্চিত শিশুদেরকে প্রাক-প্রাথমিক শিক্ষা লাভের সুযোগ সৃষ্টির লক্ষে বই ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।গতকাল বুধবার বিকেলে যশোর শহরের বেজপাড়ায় আলোর দিশারী পাঠশালার উদ্যোগে এর শুভ উদ্ভোধন করা হয়।

 পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। জাগ্রত যশোর যুব মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা আয়োজিত সুধী সমাবেশের সভাপতিত্ব করেন আলোর দিশারী পাঠশালার প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দা ফারজানা ইয়াসমিন বৃষ্টি। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যশোর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সেলিম ইসলাম যশোর সদর উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক,ফাতেমা আনোয়ার , বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত নারী উদ্যোক্তা ফারহানা ইয়াসমিন , জাতীয় যুব কাউন্সিলর জহির ইকবাল নান্নু প্রমূখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন- আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত।সৎ,চরিত্রবান,দেশপ্রেমিক নাগরিক গড়ার জন্য শিক্ষকদের  দায়িত্ব পালন করতে হবে। বিশেষ অতিথির বক্তৃতায় ফাতেমা আনোয়ার বলেন- প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি  নীতিনৈতিকতা ও মূল্যবোধ সম্পূর্ণ সুনাগরিক হিসাবে গড়ে উঠলে দেশ জাতির উন্নয়ন ও সমৃদ্ধ হবে।

আলোর দিশারী পাঠশালার প্রতিষ্ঠাতা ফারজানা ইয়াসমিন বলেন প্রাক প্রাথমিক শিক্ষা হলো প্রাথমিক শিক্ষার পূর্ববর্তী  এক বছর মেয়াদি  শিক্ষা। যেখানে শিশুর স্বতঃস্ফূর্ত অভিষেক ঘটানোর জন্য আনন্দদায়ক ও শিশু বান্ধব পরিবেশে শিক্ষা দান করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন জাগ্রত যুব মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সহ-সভাপতি সৈয়দ করিমুজ্জামান ।

বক্তব্য শেষে কেক কেটে ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বই বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

যবিপ্রবির ৮০০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদানের সিদ্ধান্ত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিভিন্ন বিভাগের ৬০০ জন শিক্ষার্থীকে ‘অভ্যন্তরীণ বৃত্তি’ এবং দ্বিতীয়বারের মতো শিক্ষার্থী কল্যাণ ট্রাস্ট থেকে আরও ২০০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

গতকাল মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে বৃত্তি প্রদান সংক্রান্ত আলাদা দুটি কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এতে সভাপতিত্ব করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ অর্থ বছরের অভ্যন্তরীণ বৃত্তির খাত থেকে বিভিন্ন বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের মোট ৬০০ জন শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা করে এবং শিক্ষার্থী কল্যাণ ট্রাস্ট থেকে বিভিন্ন বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের মোট ২০০ জন শিক্ষার্থীকে চার হাজার টাকা করে বৃত্তি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এতে মোট ৮০০ জন শিক্ষার্থী এককালীন বৃত্তি পাবেন। বৃত্তি প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি খুব দ্রুতই প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তিতে ‘অভ্যন্তরীণ বৃত্তি’ ও ‘শিক্ষার্থী কল্যাণ ট্রাস্ট বৃত্তি’ পাওয়ার শর্তসমূহ বিস্তারিতভাবে উল্লেখ থাকবে। বিজ্ঞপ্তি প্রকাশ হলে শিক্ষার্থীদের নির্ধারিত ফরমে স্ব স্ব বিভাগে আবেদন করার জন্য বলা হয়েছে।

বৃত্তি সংক্রান্ত কমিটির দুটি সভায় যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড.এইচ এম জাকির হোসেন, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম,স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. জাফিরুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. হাফিজ উদ্দিন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. মুনিবুর রহমান, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, শেখ হাসিনা ছাত্রী হলের প্রভোস্ট ড. সেলিনা আক্তার, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. মো. আলম হোসেন, পরিচালক (হিসাব) মো. জাকির হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মোহা. আমিনুল হক, উপ-রেজিস্ট্রার নিত্যনন্দ পাল প্রমুখ উপস্থিত ছিলেন।

যশোরে জেলা জাগপা নেতার  ৭০ লাখ টাকা নিয়ে প্রতারণা 

জাগপা যশোর জেলার শাখার নেতা নিজাম উদ্দিন অমিতের কাছ থেকে ৭০ লাখ টাকা ধার নেয়ার কথা বলে প্রতারনা করেছে যশোর শহরের সিটি কলেজপাড়ার বাসিন্দা তিন ব্যবসায়ী। এরা হলো, মৃত বলায় চন্দ্র করের ছেলে তারক চন্দ্র কর, গোবিন্দ কর এবং বিশ্বজিৎ কর।

শহরের ষষ্টিতলা পাড়ার বাসিন্দা নিজাম উদ্দিন অমিত অভিযোগ করেছেন, আসামিরা ব্যবসায়ী। সেই সূত্রে তার সাথে পরিচয়। তাদের হাটখোলা বাজারে সোহাগ এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে। গত বছরের ৫ নভেম্বর ওই প্রতিষ্টানে বসে আসামিরা ১শ’ টাকা তিনটি নন জুডিসিয়াল স্ট্যাম্পে সাক্ষর করে তার কাছ থেকে ৭০ লাখ টাকা সংগ্রহ করে। সিকিউরিটি বাবদ ব্রাক ব্যাংকের একটি চেক দেয় ওই তিন ভাই। পরবর্তীতে পাওনা টাকা ফেরৎ চাইতে গেলে নানা তালবাহানা করে। ২/৩ মাস ঘুরাতে থাকে। গত ৮ ফেব্রুয়ারি সকালে তার দোকান ও বাড়িতে গিয়ে দেখে দোকান বন্ধ। বাড়িতেও তালা মারা। তাদের কোন খোঁজ খবর পাইনি। ফলে টাকা উদ্ধার করতে না পেরে নিজাম উদ্দিন অমিত ওই তিন ভাইয়ের বিরুদ্ধে কোতয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগের বিষয়টি তদন্ত দায়িত্ব পেয়েছেন যশোর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ  ইন্সপেক্টর মোঃ রোফিকুজ্জামান।

জনপ্রিয়

যশোর সালিশ শেষে ফেরার পথে হিজড়া যুবককে ব্লেড দিয়ে কুপিয়ে জখম

যশোরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বইও শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশের সময় : ০৭:৩৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪

যশোরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বইও শিক্ষা উপকরণ বিতরণ 

সুবিধাবঞ্চিত শিশুদেরকে প্রাক-প্রাথমিক শিক্ষা লাভের সুযোগ সৃষ্টির লক্ষে বই ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।গতকাল বুধবার বিকেলে যশোর শহরের বেজপাড়ায় আলোর দিশারী পাঠশালার উদ্যোগে এর শুভ উদ্ভোধন করা হয়।

 পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। জাগ্রত যশোর যুব মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা আয়োজিত সুধী সমাবেশের সভাপতিত্ব করেন আলোর দিশারী পাঠশালার প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দা ফারজানা ইয়াসমিন বৃষ্টি। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যশোর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সেলিম ইসলাম যশোর সদর উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক,ফাতেমা আনোয়ার , বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত নারী উদ্যোক্তা ফারহানা ইয়াসমিন , জাতীয় যুব কাউন্সিলর জহির ইকবাল নান্নু প্রমূখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন- আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত।সৎ,চরিত্রবান,দেশপ্রেমিক নাগরিক গড়ার জন্য শিক্ষকদের  দায়িত্ব পালন করতে হবে। বিশেষ অতিথির বক্তৃতায় ফাতেমা আনোয়ার বলেন- প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি  নীতিনৈতিকতা ও মূল্যবোধ সম্পূর্ণ সুনাগরিক হিসাবে গড়ে উঠলে দেশ জাতির উন্নয়ন ও সমৃদ্ধ হবে।

আলোর দিশারী পাঠশালার প্রতিষ্ঠাতা ফারজানা ইয়াসমিন বলেন প্রাক প্রাথমিক শিক্ষা হলো প্রাথমিক শিক্ষার পূর্ববর্তী  এক বছর মেয়াদি  শিক্ষা। যেখানে শিশুর স্বতঃস্ফূর্ত অভিষেক ঘটানোর জন্য আনন্দদায়ক ও শিশু বান্ধব পরিবেশে শিক্ষা দান করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন জাগ্রত যুব মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সহ-সভাপতি সৈয়দ করিমুজ্জামান ।

বক্তব্য শেষে কেক কেটে ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বই বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

যবিপ্রবির ৮০০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদানের সিদ্ধান্ত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিভিন্ন বিভাগের ৬০০ জন শিক্ষার্থীকে ‘অভ্যন্তরীণ বৃত্তি’ এবং দ্বিতীয়বারের মতো শিক্ষার্থী কল্যাণ ট্রাস্ট থেকে আরও ২০০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

গতকাল মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে বৃত্তি প্রদান সংক্রান্ত আলাদা দুটি কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এতে সভাপতিত্ব করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ অর্থ বছরের অভ্যন্তরীণ বৃত্তির খাত থেকে বিভিন্ন বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের মোট ৬০০ জন শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা করে এবং শিক্ষার্থী কল্যাণ ট্রাস্ট থেকে বিভিন্ন বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের মোট ২০০ জন শিক্ষার্থীকে চার হাজার টাকা করে বৃত্তি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এতে মোট ৮০০ জন শিক্ষার্থী এককালীন বৃত্তি পাবেন। বৃত্তি প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি খুব দ্রুতই প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তিতে ‘অভ্যন্তরীণ বৃত্তি’ ও ‘শিক্ষার্থী কল্যাণ ট্রাস্ট বৃত্তি’ পাওয়ার শর্তসমূহ বিস্তারিতভাবে উল্লেখ থাকবে। বিজ্ঞপ্তি প্রকাশ হলে শিক্ষার্থীদের নির্ধারিত ফরমে স্ব স্ব বিভাগে আবেদন করার জন্য বলা হয়েছে।

বৃত্তি সংক্রান্ত কমিটির দুটি সভায় যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড.এইচ এম জাকির হোসেন, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম,স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. জাফিরুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. হাফিজ উদ্দিন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. মুনিবুর রহমান, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, শেখ হাসিনা ছাত্রী হলের প্রভোস্ট ড. সেলিনা আক্তার, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. মো. আলম হোসেন, পরিচালক (হিসাব) মো. জাকির হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মোহা. আমিনুল হক, উপ-রেজিস্ট্রার নিত্যনন্দ পাল প্রমুখ উপস্থিত ছিলেন।

যশোরে জেলা জাগপা নেতার  ৭০ লাখ টাকা নিয়ে প্রতারণা 

জাগপা যশোর জেলার শাখার নেতা নিজাম উদ্দিন অমিতের কাছ থেকে ৭০ লাখ টাকা ধার নেয়ার কথা বলে প্রতারনা করেছে যশোর শহরের সিটি কলেজপাড়ার বাসিন্দা তিন ব্যবসায়ী। এরা হলো, মৃত বলায় চন্দ্র করের ছেলে তারক চন্দ্র কর, গোবিন্দ কর এবং বিশ্বজিৎ কর।

শহরের ষষ্টিতলা পাড়ার বাসিন্দা নিজাম উদ্দিন অমিত অভিযোগ করেছেন, আসামিরা ব্যবসায়ী। সেই সূত্রে তার সাথে পরিচয়। তাদের হাটখোলা বাজারে সোহাগ এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে। গত বছরের ৫ নভেম্বর ওই প্রতিষ্টানে বসে আসামিরা ১শ’ টাকা তিনটি নন জুডিসিয়াল স্ট্যাম্পে সাক্ষর করে তার কাছ থেকে ৭০ লাখ টাকা সংগ্রহ করে। সিকিউরিটি বাবদ ব্রাক ব্যাংকের একটি চেক দেয় ওই তিন ভাই। পরবর্তীতে পাওনা টাকা ফেরৎ চাইতে গেলে নানা তালবাহানা করে। ২/৩ মাস ঘুরাতে থাকে। গত ৮ ফেব্রুয়ারি সকালে তার দোকান ও বাড়িতে গিয়ে দেখে দোকান বন্ধ। বাড়িতেও তালা মারা। তাদের কোন খোঁজ খবর পাইনি। ফলে টাকা উদ্ধার করতে না পেরে নিজাম উদ্দিন অমিত ওই তিন ভাইয়ের বিরুদ্ধে কোতয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগের বিষয়টি তদন্ত দায়িত্ব পেয়েছেন যশোর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ  ইন্সপেক্টর মোঃ রোফিকুজ্জামান।