সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর জন্মদিনে নোবিপ্রবি ছাত্রলীগের ইফতার বিতরণ কর্মসূচি 

ছাত্রলীগের ইফতার বিতরণ কর্মসূচি

নোবিপ্রবি প্রতিনিধি 
নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি) শাখা ছাত্রলীগ।
রবিবার (১৭ মার্চ) এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বিশ্ববিদ্যালয় এলাকায় অসহায় মানুষের মধ্যে ইফতার বিতরণ করে সংগঠনটি। এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভসহ অন্যরা।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা বাংলাদেশ ছাত্রলীগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে বঙ্গবন্ধুর চিরায়ত যে আদর্শ সেটি ছড়িয়ে দিতে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী পালন করেছি। এই লক্ষ্যে আমরা বিভিন্ন কর্মসূচি দিয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে তরুণ প্রজন্মের পক্ষে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছি। এছাড়াও রমজান মাস উপলক্ষ্যে সাধারণ শিক্ষার্থী, অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করেছি।
জনপ্রিয়

যশোর সালিশ শেষে ফেরার পথে হিজড়া যুবককে ব্লেড দিয়ে কুপিয়ে জখম

বঙ্গবন্ধুর জন্মদিনে নোবিপ্রবি ছাত্রলীগের ইফতার বিতরণ কর্মসূচি 

প্রকাশের সময় : ০৯:৫২:২২ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
নোবিপ্রবি প্রতিনিধি 
নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি) শাখা ছাত্রলীগ।
রবিবার (১৭ মার্চ) এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বিশ্ববিদ্যালয় এলাকায় অসহায় মানুষের মধ্যে ইফতার বিতরণ করে সংগঠনটি। এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভসহ অন্যরা।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা বাংলাদেশ ছাত্রলীগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে বঙ্গবন্ধুর চিরায়ত যে আদর্শ সেটি ছড়িয়ে দিতে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী পালন করেছি। এই লক্ষ্যে আমরা বিভিন্ন কর্মসূচি দিয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে তরুণ প্রজন্মের পক্ষে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছি। এছাড়াও রমজান মাস উপলক্ষ্যে সাধারণ শিক্ষার্থী, অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করেছি।