
মেহেদী হাসান, রাজবাড়ী
রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারমল্লিকা এলাকায় হাইকোর্টের আদেশ অমান্য করে পরিচালিত মেসার্স আর এন্ড বি (রাবেয়া ব্রিকস) এর যাবতীয় কার্যক্রম বন্ধ করেছে মোবাইল কোর্ট।
গতকাল মঙ্গলবার (১৯শ মার্চ) বিকালে অভিযানের নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হাসিবুল হাসান।
এ সময় পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ সাঈদ আনোয়ার ও সহকারী পরিচালক জনাব মোঃ হারুন-অর রশীদ উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার ভূমি মো হাসিবুল হাসান বলেন , ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ লঙ্ঘনের দায়ে এবং হাইকোর্টের নির্দেশনা মোতাবেক ইটভাটাটির যাবতীয় কার্যক্রম বন্ধ করাসহ ফায়ার সার্ভিসের সহায়তায় পানি নিক্ষেপ করে ভাটার আগুন সম্পূর্ণ নিভানো হয়। এছাড়াও ভাটাটি পরিচালনা না করার বিষয়ে ইটভাটার কর্তৃপক্ষের নিকট হতে মুচলেকা গ্রহণ করা হয়।
মেহেদী হাসান, রাজবাড়ী 







































