
উচ্চপ্রু মারমা, রাজস্থলী রাঙ্গামাটি
পবিত্র রমজান মাস উপলক্ষে রাঙামাটির রাজস্থলীর ঘিলাছড়ি ইউনিয়নে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের অংশ হিসাবে বৃহস্পতিবার ( ২০ মার্চ) রাজস্থলী উপজেলাধীন ঘিলাছড়ি ইউনিয়নের হেডম্যান পাড়া এলাকায় ১ হাজার ১ শত ৬৩ জন টিসিবি কার্ডধারী পরিবারের মাঝে টিসিবির পণ্য তুলে দেয়া হয়েছে।
ঘিলাছড়ি ইউনিয়ন এর দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তার ওয়াইমং মারমার উপস্থিত থেকে কার্ডধারীদের হাতে টিসিবির পণ্য তুলে দেন। এসময় ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, ইউপি সদস্য জয়নুল তালুকদার, উদয় মেম্বার, রাজস্থলী থানার এ এস আই শাহাদাৎ হোসেন সহ ডিলার যীষু বড়ুয়া উপস্থিত ছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা আশরাফুল ইসলাম জানান, ৪ শত ৭০ টাকার বিনিময়ে প্রতিজন কার্ডধারীকে ৫ কেজি চাউল, ২ কেজি মসুর ডাল এবং ২ লিটার তেল তুলে দেওয়া হয়েছে।
উচ্চপ্রু মারমা, রাজস্থলী রাঙ্গামাটি 







































