
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
সুন্দরবনের সুপতি ষ্টেশনের বাদামতলা খালে বিষ দিয়ে মাছ ধরার সময় ৪ জেলেকে আটক করেছে বনরক্ষিরা। আটক জেলেদের বিরুদ্ধে বনবিভাগীয় আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট কোর্টে পাঠানো করা হয়েছে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের র্স্মাট প্যাট্রলিং গ্রুপের টীম লিডার মোঃ নজরুল ইসলাম জানান, তার নেতৃত্বে র্স্মাট টীমের সদস্যরা নিয়মিত টহলদান কালে (২০ র্মাচ) বুধবার রাত ১১ টার দিকে সুপতির বাদামতলা খালে প্রবেশ করলে দুটি ডিঙ্গি নৌকায় কয়েকজনকে অবস্থান করতে দেখেন। জেলেরা বনরক্ষিদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে চাইলে বনরক্ষিরা তাড়া করে ৪ জেলেকে আটক করতে সক্ষম হন। পরে তাদের নৌকায় থাকা কর্ড নামের দুটি কীটনাশকের বোতল ও বেশ কিছু জাল উদ্ধার করা হয়।
আটকরা হলেন গফ্ফার ফরাজির ছেলে হালিম ফরাজি,কাদির মোল্লার ছেলে হাবিবুর রহমান মোল্লা, আকবর সিকদারের ছেলে ওবায়দুল শিকদার ও মনু মুন্সির ছেলে রাজ্জাক মুন্সি। এরা সবাই উপজেলার সাউথখালী ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা। এদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দিয়ে কোর্টে পাঠনো হয়েছে।
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি 







































