সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশতাধিক

প্রতীকী ছবি

প্রতিনিধি হবিগঞ্জ

হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখালে কেরাম খেলায় একজনের বিড়ির ধোঁয়া অন্যজনের মুখের সামনে ছাড়া নিয়ে সংঘর্ষ হয়েছে। এতে ৭ পুলিশসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। বৃহস্পতিবার ইফতারের পর থেকে রাত ১০টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়।

খবর পেয়ে সদর থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। একপর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শত শত যানবাহন আটকা পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ইফতারের পর দুই যুবক কেরাম খেলছিল। এসময় বিড়ির ধোঁয়া একজনের মুখের সামনে ছাড়া নিয়ে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে তা গ্রাম্য দাঙ্গায় রূপ নেয়। দফায় দফায় সংঘর্ষে পুলিশের ৭ সদস্যসহ অর্ধশতাধিক লোকজ আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব জানান, ধুলিয়াখাল গ্রামের কেরাম খেলার সময় একজনের বিড়ির ধোঁয়া আরেকজনের মুখের সামনে ছাড়া নিয়ে বাকবিতণ্ডা হয়। একসময় তা দু’পক্ষের সংঘর্ষে পরিণত হয়। এতে পুলিশের ৭ সদস্য আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে পুলিশ ৪ রাউন্ড টিয়ারশেল ও ২১ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

জনপ্রিয়

আজ খালেদা জিয়া ও তারেক রহমান মনোনয়নপত্র জমা দেবেন

হবিগঞ্জে সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশতাধিক

প্রকাশের সময় : ০৩:০১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪

প্রতিনিধি হবিগঞ্জ

হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখালে কেরাম খেলায় একজনের বিড়ির ধোঁয়া অন্যজনের মুখের সামনে ছাড়া নিয়ে সংঘর্ষ হয়েছে। এতে ৭ পুলিশসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। বৃহস্পতিবার ইফতারের পর থেকে রাত ১০টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়।

খবর পেয়ে সদর থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। একপর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শত শত যানবাহন আটকা পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ইফতারের পর দুই যুবক কেরাম খেলছিল। এসময় বিড়ির ধোঁয়া একজনের মুখের সামনে ছাড়া নিয়ে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে তা গ্রাম্য দাঙ্গায় রূপ নেয়। দফায় দফায় সংঘর্ষে পুলিশের ৭ সদস্যসহ অর্ধশতাধিক লোকজ আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব জানান, ধুলিয়াখাল গ্রামের কেরাম খেলার সময় একজনের বিড়ির ধোঁয়া আরেকজনের মুখের সামনে ছাড়া নিয়ে বাকবিতণ্ডা হয়। একসময় তা দু’পক্ষের সংঘর্ষে পরিণত হয়। এতে পুলিশের ৭ সদস্য আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে পুলিশ ৪ রাউন্ড টিয়ারশেল ও ২১ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।