
আমি আমার স্বামীর কাছে চলে গেলাম। তাকে ছাড়া থাকতে পারছি না। আমার মেয়েকে দেখে রাখবে। চুয়াডাঙ্গা জেলার দামুড়হদা উপজেলার ছাতিয়ানতলায় রূপসী খাতুন (৩০) নামে এক গৃহবধূ হাতের তালুতে এমন একটি চিরকুট লিখে স্বামীর আত্মহত্যার তিনদিন পর নিজেও আত্মহত্যা করেছেন। রবিবার ভোরে গলায় ফাঁস লাগিয়ে ওই গৃহবধূ আত্মহত্যা করে।
জানা গেছে জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরী গ্রামের খোকনের ছেলে মিকাইল ভালোবেসে বিয়ে করেন নাটুদা ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের রফিকুলের মেয়ে রুপসীকে। বিয়ের পর তাদের সংসারে আসে একটি বাচ্চা। বিয়ের পর থেকেই মিকাইল ছাতিয়ানতলা গ্রামে ঘর জামাই হিসেবে বসবাস করে আসছে।
গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে ছাতিয়ানতলা গ্রাম থেকে খবর আসে মিকাইল বিষপান করেছেন। মিকাইলের মৃত্যুর খবরে তার লাশ দেখে পরিবারের সন্দেহে হয়। পরিবারের লোকজন দাবি, তার স্ত্রী তাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে। মিকাইলের ময়নাতদন্তের একদিন পর গত শুক্রবার দুপুরে দাফন সম্পন্ন করা হয়।
স্বামীর মৃত্যুর তিনদিন পর স্ত্রী রুপসী নিজ ঘরে রোববার ভোরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শেখ মাহবুব জানান, লাশ উদ্ধার করে সুরহত হাল শেষে পুলিশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 







































