শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রায়গঞ্জে অটোভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার 

নিহত অটোভ্যান চালক আরমান

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জে ব্যাটারী চালিত অটোভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে সলঙ্গা থানা পুলিশ। সোমবার সকালে নলকা ইউনিয়নের ঝাকড়ী বটতলা পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির সামনে রাস্তার পশ্চিমপাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত অটোভ্যান চালক আরমান (২২) উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের উলিপুর গ্রামের আয়নালের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে স্থানীয় লোকজন রাস্তার পাশে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ এনামুল হক জানান, অটোভ্যান চালকের গলাকাটা মরদেহটি উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর লাশটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
জনপ্রিয়

কলারোয়ায় বাস-নছিমন সংঘর্ষে নিহত ১

রায়গঞ্জে অটোভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার 

প্রকাশের সময় : ০৪:২৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জে ব্যাটারী চালিত অটোভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে সলঙ্গা থানা পুলিশ। সোমবার সকালে নলকা ইউনিয়নের ঝাকড়ী বটতলা পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির সামনে রাস্তার পশ্চিমপাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত অটোভ্যান চালক আরমান (২২) উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের উলিপুর গ্রামের আয়নালের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে স্থানীয় লোকজন রাস্তার পাশে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ এনামুল হক জানান, অটোভ্যান চালকের গলাকাটা মরদেহটি উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর লাশটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।