সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শনিবার স্কুল খোলা রাখার পরিকল্পনা করছে সরকার : শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

রমজানে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে বিতর্ক এড়াতে শিক্ষা মন্ত্রণালয় আগামী বছর (২০২৫ সাল) থেকে শনিবার স্কুল খোলা রাখার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিউটে স্বাধীনতা দিবসের আলোচনাসভায় তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘বিদ্যালয় খোলা থাকা নিয়ে প্রচার, অপপ্রচার হয়েছে। যেহেতু বিষয়টা এ বছর এভাবে করে এসেছে, আগামীতে আমরা চেষ্টা করব যাতে সেটাকে একটা কাঠামোর মধ্যে আনা যায়। আপনারা জানেন আমাদের ৫২টা সপ্তাহের মধ্যে ৫২টা শনিবার রয়েছে। সেখানে আমরা কিছুটা বিদ্যালয় খোলা রেখে যারা রমজানের ক্ষেত্রে বিতর্ক সৃষ্টি করার অপপ্রয়াস করছে, তাদের এই অপপ্রয়াস বন্ধ করার একটি পরিকল্পনা করব।’

এ বিষয়ে আলেমদের সঙ্গে আলোচনা করা হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘এটা নিয়ে আবারও আদালতে গিয়ে মিথ্যা বুঝিয়ে সেই ধরনের অপচেষ্টা কেউ যেন করতে না পারে। রাস্তায় নেমে, মানববন্ধন করতে না পারে। সংবেদনশীলতার জায়গায় আমরা শ্রদ্ধাশীল।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন শীর্ষক আলোচনাসভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার।

এ সময় বক্তব্য রাখেন কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমদ ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ।

জনপ্রিয়

যশোর সালিশ শেষে ফেরার পথে হিজড়া যুবককে ব্লেড দিয়ে কুপিয়ে জখম

শনিবার স্কুল খোলা রাখার পরিকল্পনা করছে সরকার : শিক্ষামন্ত্রী

প্রকাশের সময় : ০৩:৪৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪

রমজানে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে বিতর্ক এড়াতে শিক্ষা মন্ত্রণালয় আগামী বছর (২০২৫ সাল) থেকে শনিবার স্কুল খোলা রাখার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিউটে স্বাধীনতা দিবসের আলোচনাসভায় তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘বিদ্যালয় খোলা থাকা নিয়ে প্রচার, অপপ্রচার হয়েছে। যেহেতু বিষয়টা এ বছর এভাবে করে এসেছে, আগামীতে আমরা চেষ্টা করব যাতে সেটাকে একটা কাঠামোর মধ্যে আনা যায়। আপনারা জানেন আমাদের ৫২টা সপ্তাহের মধ্যে ৫২টা শনিবার রয়েছে। সেখানে আমরা কিছুটা বিদ্যালয় খোলা রেখে যারা রমজানের ক্ষেত্রে বিতর্ক সৃষ্টি করার অপপ্রয়াস করছে, তাদের এই অপপ্রয়াস বন্ধ করার একটি পরিকল্পনা করব।’

এ বিষয়ে আলেমদের সঙ্গে আলোচনা করা হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘এটা নিয়ে আবারও আদালতে গিয়ে মিথ্যা বুঝিয়ে সেই ধরনের অপচেষ্টা কেউ যেন করতে না পারে। রাস্তায় নেমে, মানববন্ধন করতে না পারে। সংবেদনশীলতার জায়গায় আমরা শ্রদ্ধাশীল।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন শীর্ষক আলোচনাসভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার।

এ সময় বক্তব্য রাখেন কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমদ ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ।