
তৌহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের-হোসেনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ নানা কর্মসূচির মাধ্যমে পালন করে। কুড়িঘাট বধ্যভূমিতে হোসেনপুর থানা প্রশাসন প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুভ সূচনা করেন।
মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৯টায় সূর্ষোদয়ের সাথে সকল সরকারি,বেসরকারি, স্বায়ত্তশাসিত,ব্যক্তিমালিকানা
সকাল ৯টায় কুড়িঘাট বধ্যভূমিতে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, হোসেনপুর উপজেলা প্রেসক্লাব, হোসেনপুর থানা প্রশাসন,হোসেনপুর উপজেলা আ’লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবন্দ,হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,হোসেনপুর পৌরসভা, ফায়ার সার্ভিস,হোসেনপুর পল্লী বিদ্যুত সমিতির জোনাল অফিস,বিএনপি, হোসেনপুর ডিগ্রী কলেজ,হোসেনপুর মহিলা ডিগ্রী কলেজ,হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজ,হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, বিএম কলেজ, সদর দাখিল মাদ্রাসা, হোসেনপুর আদর্শ স্কুল, হাজী আফতাব উদ্দিন মেমোরিয়াল স্কুল, হোসেনপুর ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ ছাড়াও উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদ।
পরে কুড়িঘাট বধ্যভূমিতে দাঁড়িয়ে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারীদের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়ানো হয়। পরে পবিত্র কোরআন ও গীতাপাঠের পর ১মিনিট নিরবতা পালন করার পর স্বাধীনতা-
আত্মত্যাগদানকারীদের স্মরণে স্বাগত বক্তব্য রাখেন ইউএনও অনিন্দ্য মন্ডল।
উপজেলা পরিষদ প্রাঙ্গনে কুচকাওয়াজ অংশ নেন হোসেনপুর থানা পুলিশ, আনসার ভিডিপি, গ্রাম পুলিশ,হোসেনপুর সরকারি কলেজ শাখার বিএনসিসি, রোভার স্কাউট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
রমজানের জন্য শরীর চর্চা প্রদর্শনী বাদ দিয়ে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয় উপজেলা পরিষদ হল রুমে।
বাদ যোহর ও সুবিধাজনক সময়ে জাতির শান্তি,সমৃদ্ধি দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মসজিদ,মন্দির গীর্জা,প্যাগোডা ও অন্যান্য উপসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অয়োজন করা হয়। এছাড়াও হাসপাতাল ও এতিম খানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।
তৌহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার 







































