
মেহেদী হাসান, রাজবাড়ী
রাজবাড়ী বালিয়াকান্দিতে ২৩-২৪ অর্থবছরে খরিপ ১/২৪-২৫মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় পাট বীজ বিতরণ সহায়তা ও উফশী আউশ ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্ধোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে উপজেলা কৃষি পুনর্বাসন কমিটির বাস্তবায়নের উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির কৃষি কর্মকর্তা মো.রফিকুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মানবেন্দ্র মজুমদার সহ উপকারী ভোগীবৃন্দ।
উল্লেখ্য, পর্যায়ক্রমে উপজেলার ৬হাজার কৃষক কৃষাণীর মাঝে পাটের বীজ ও ৩৫০জনের মাঝে আউশ ধানের বীজ-সার বিতরণ করা হবে।
মেহেদী হাসান, রাজবাড়ী 







































