
মেহেদী হাসান, রাজবাড়ী
রাজবাড়ী বালিয়াকান্দিতে বণিক সমিতি ও মাংস ব্যবসায়ীদের সাথে থানা পুলিশের আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকালে বালিয়াকান্দি থানা পুলিশের আয়োজনে থানা চত্ত্বরে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ মো আলমগীর হোসেন।
প্রধান অতিথির বক্তৃতায় রাজবাড়ী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার মাদক নির্মূল ও বাজারের নিরাপত্তায় নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।
অন্যানের মাঝে বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, নবাবপুর ইউনিয়ন চেয়ারম্যান বাদশা আলমগীর, জঙ্গল ইউনিয়ন চেয়ারম্যান কল্লোল বসু, সোনাপুর বাজার সভাপতি আঃ মান্মান মিয়া,বহরপুর বাজার সাধারণ সম্পাদক হাচান আলী,নারুয়া বাজার সেক্রেটারি আ. গনি শেখ প্রমুখ। এসময় বাজারের নেতৃবৃন্দ ও ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান, রাজবাড়ী 







































