সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ের প্রলোভনে কিশোরীকে বাড়িতে আটকে রেখে ধর্ষণ, যুবক আটক

আটক যুবক। ছবি : সংগৃহীত

মাদারীপুরের শিবচরে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ মামলার পলাতক আসামি ইউসুফ পাটোয়ারীকে (২৩) রাজধানীর কামরাঙ্গীরচর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার ইউসুফ পাটোয়ারী শিবচর উপজেলার কাঁচিকাটা বটতলা এলাকার বারেক পাটোয়ারীর ছেলে।

শনিবার (৩০ মার্চ) সন্ধ্যায় র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, ২০২২ সালের ৮ ডিসেম্বর বিয়ের প্রলোভন দিয়ে ওই কিশোরীকে নিজ বাড়িতে নিয়ে আটকে রেখে ধর্ষণ করে ইউসুফ। ওই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে শিবচর থানায় মামলা দায়ের করেন। এরপরই গা ঢাকা দেয় ইউসুফ।

তবে গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর র‌্যাব-৮ এবং ঢাকা র‌্যাব-১০ এর একটি বিশেষ দল শনিবার কামরাঙ্গীরচর থানার মধ্য রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে মোল্লা মার্কেটের সামনে থেকে আসামি ইউসুফকে গ্রেপ্তার করে।

র‌্যাব-৮ মাদারীপুরের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার তুহিন রেজা বলেন, শিবচর থানা পুলিশের কাছে আসামি গ্রেপ্তারের অনুরোধপত্র পেয়ে অভিযান চালায় র‌্যাব। পরে পলাতক আসামি ইউসুফকে ঢাকার কামরাঙ্গীরচর থেকে গ্রেপ্তার করা হয়। আসামিকে শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয়

বাংলাদেশ নতি স্বীকার করবে না, আসিফ নজরুলের কড়া হুঁশিয়ারি

বিয়ের প্রলোভনে কিশোরীকে বাড়িতে আটকে রেখে ধর্ষণ, যুবক আটক

প্রকাশের সময় : ১২:৪৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪

মাদারীপুরের শিবচরে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ মামলার পলাতক আসামি ইউসুফ পাটোয়ারীকে (২৩) রাজধানীর কামরাঙ্গীরচর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার ইউসুফ পাটোয়ারী শিবচর উপজেলার কাঁচিকাটা বটতলা এলাকার বারেক পাটোয়ারীর ছেলে।

শনিবার (৩০ মার্চ) সন্ধ্যায় র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, ২০২২ সালের ৮ ডিসেম্বর বিয়ের প্রলোভন দিয়ে ওই কিশোরীকে নিজ বাড়িতে নিয়ে আটকে রেখে ধর্ষণ করে ইউসুফ। ওই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে শিবচর থানায় মামলা দায়ের করেন। এরপরই গা ঢাকা দেয় ইউসুফ।

তবে গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর র‌্যাব-৮ এবং ঢাকা র‌্যাব-১০ এর একটি বিশেষ দল শনিবার কামরাঙ্গীরচর থানার মধ্য রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে মোল্লা মার্কেটের সামনে থেকে আসামি ইউসুফকে গ্রেপ্তার করে।

র‌্যাব-৮ মাদারীপুরের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার তুহিন রেজা বলেন, শিবচর থানা পুলিশের কাছে আসামি গ্রেপ্তারের অনুরোধপত্র পেয়ে অভিযান চালায় র‌্যাব। পরে পলাতক আসামি ইউসুফকে ঢাকার কামরাঙ্গীরচর থেকে গ্রেপ্তার করা হয়। আসামিকে শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে।