বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে ৯টি স্বর্ণের বারসহ আটক ১

আটক ডাবলু

রাজশাহীতে ৯টি স্বর্ণের বারসহ মোহাম্মদ কামরুজ্জামান ডাবলু (৬১) নামে এক ব্যক্তিকে আটক করেছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল।

সোমবার (১ এপ্রিল) সকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ডাবলু জেলার পবা উপজেলার আলীমগঞ্জ গ্রামের বাসিন্দা।

আরএমপির অতিরিক্ত উপ-কমিশনার জামিরুল ইসলাম জানান, সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে সন্দেজনকভাবে ঘোরাঘুরির সময় কামরুজ্জামানকে আটক করা হয়। পরে তার দে তল্লাশি করে ৯টি স্বর্ণের বার পাওয়া যায়। জব্দকৃত স্বর্ণের মোট ওজন প্রায় এক কেজি। স্বর্ণের বারগুলোর বৈধ কোন কাগজপত্র নেই। তিনি এসব স্বর্ণেরবারগুলো কোথায় পেলেন কার কাছে নিয়ে যেতেন- তাকে জিজ্ঞাসাবাদ করে এসব তথ্য জানার চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে মামলা করা হবে।

জনপ্রিয়

ডেইলি স্টার ভবনে হামলার ঘটনায় আকাশ গ্রেপ্তার

রাজশাহীতে ৯টি স্বর্ণের বারসহ আটক ১

প্রকাশের সময় : ০১:৩০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪

রাজশাহীতে ৯টি স্বর্ণের বারসহ মোহাম্মদ কামরুজ্জামান ডাবলু (৬১) নামে এক ব্যক্তিকে আটক করেছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল।

সোমবার (১ এপ্রিল) সকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ডাবলু জেলার পবা উপজেলার আলীমগঞ্জ গ্রামের বাসিন্দা।

আরএমপির অতিরিক্ত উপ-কমিশনার জামিরুল ইসলাম জানান, সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে সন্দেজনকভাবে ঘোরাঘুরির সময় কামরুজ্জামানকে আটক করা হয়। পরে তার দে তল্লাশি করে ৯টি স্বর্ণের বার পাওয়া যায়। জব্দকৃত স্বর্ণের মোট ওজন প্রায় এক কেজি। স্বর্ণের বারগুলোর বৈধ কোন কাগজপত্র নেই। তিনি এসব স্বর্ণেরবারগুলো কোথায় পেলেন কার কাছে নিয়ে যেতেন- তাকে জিজ্ঞাসাবাদ করে এসব তথ্য জানার চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে মামলা করা হবে।