মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

প্রতারণা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

আওয়ামী লীগ নেতা সেলিম হায়দার।

লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য সেলিম হায়দারকে রাজধানী ঢাকার পল্টন থানায় করা একটি প্রতারণা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সেলিম হায়দার উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের বাসিন্দা।

গতকাল মঙ্গলবার (২ এপ্রিল) রাতে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ঢাকার পল্টন থানায় ফিরোজ আহমেদ নামের এক ব্যক্তি আওয়ামী লীগ নেতা সেলিম হায়দারের বিরুদ্ধে ৪২০/৪০৬/৫০৬ ধারায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন তিনি। পরে আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আর সেই ওয়ারেন্টমূলে থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পল্টন থানায় সি,আর ১০৮৩/২০ মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

জনপ্রিয়

ঝিকরগাছায় অস্ত্র ও ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

প্রতারণা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশের সময় : ০১:৪৯:১০ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪

লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য সেলিম হায়দারকে রাজধানী ঢাকার পল্টন থানায় করা একটি প্রতারণা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সেলিম হায়দার উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের বাসিন্দা।

গতকাল মঙ্গলবার (২ এপ্রিল) রাতে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ঢাকার পল্টন থানায় ফিরোজ আহমেদ নামের এক ব্যক্তি আওয়ামী লীগ নেতা সেলিম হায়দারের বিরুদ্ধে ৪২০/৪০৬/৫০৬ ধারায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন তিনি। পরে আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আর সেই ওয়ারেন্টমূলে থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পল্টন থানায় সি,আর ১০৮৩/২০ মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।