শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শরণখোলায় শিকারির কবল থেকে ২টি ঘুঘু উদ্ধার, পরে অবমুক্ত

ঘুঘু

বাগেরহাটের শরণখোলায় পাখি শিকারির কবল থেকে ২টি ঘুঘু উদ্ধার করে অবমুক্ত করেছে শরণখোলা বন্য প্রাণী সংরক্ষণ কমিটি।
বুধবার বিকেলে উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামের একটি মাঠে শিকারীরা ঘুঘুর দু’চোখের দৃষ্টিশক্তি হরণ করে জালের ফাঁত পেতে ঘুঘু ধরার চেষ্টা করে পরে স্থানীয়দের টের পেয়ে ঘুঘু দুইটি রেখে শিকারী চক্র পালিয়ে যায়। এ বিষয়ে বনবিভাগকে অবগত করা হয়েছে।
শরণখোলা বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি শেখ নাজমুল ইসলাম জানান,মোবাইল ফোনে খবর পাই একদল শিকারি চক্র ঘুঘুর দু’চোখের দৃষ্টিশক্তি হরণ করে জালের ফাঁদ পেতে ঘুঘু ধরছে, খবর পেয়ে সেখানে সংরক্ষণ কমিটির সদস্য শাহিণ হাওলাদারকে পাঠাই তখন শিকারী চক্র ঘুঘু দুইটিকে রেখে পালিয়ে যায় পরে চিকিৎসা দিয়ে অবমুক্ত করে দেওয়া হয়েছে।
তিনি আরো জানান,শিকারিরা সাধারণত অশিক্ষিত কিংবা স্বল্পশিক্ষিত, আইন সম্পর্কে তাদের এতটা ধারণা নেই। পাখি শিকার বড় অপরাধ। পাখি শিকারের শাস্তি ও আইন সম্পর্কে শিকারিদের অবগত করতে হবে। দেশের প্রচলিত আইনের প্রয়োগ, ব্যাখা এবং প্রচারের পাশাপাশি সামাজিক জনসচেতনতামূলক কার্যক্রম পাখি শিকার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
জনপ্রিয়

বেনাপোলে বিএনপির নেতার ভাইয়ের মৃত্যু,জানাজায় ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটন

শরণখোলায় শিকারির কবল থেকে ২টি ঘুঘু উদ্ধার, পরে অবমুক্ত

প্রকাশের সময় : ০৫:১২:২২ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
বাগেরহাটের শরণখোলায় পাখি শিকারির কবল থেকে ২টি ঘুঘু উদ্ধার করে অবমুক্ত করেছে শরণখোলা বন্য প্রাণী সংরক্ষণ কমিটি।
বুধবার বিকেলে উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামের একটি মাঠে শিকারীরা ঘুঘুর দু’চোখের দৃষ্টিশক্তি হরণ করে জালের ফাঁত পেতে ঘুঘু ধরার চেষ্টা করে পরে স্থানীয়দের টের পেয়ে ঘুঘু দুইটি রেখে শিকারী চক্র পালিয়ে যায়। এ বিষয়ে বনবিভাগকে অবগত করা হয়েছে।
শরণখোলা বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি শেখ নাজমুল ইসলাম জানান,মোবাইল ফোনে খবর পাই একদল শিকারি চক্র ঘুঘুর দু’চোখের দৃষ্টিশক্তি হরণ করে জালের ফাঁদ পেতে ঘুঘু ধরছে, খবর পেয়ে সেখানে সংরক্ষণ কমিটির সদস্য শাহিণ হাওলাদারকে পাঠাই তখন শিকারী চক্র ঘুঘু দুইটিকে রেখে পালিয়ে যায় পরে চিকিৎসা দিয়ে অবমুক্ত করে দেওয়া হয়েছে।
তিনি আরো জানান,শিকারিরা সাধারণত অশিক্ষিত কিংবা স্বল্পশিক্ষিত, আইন সম্পর্কে তাদের এতটা ধারণা নেই। পাখি শিকার বড় অপরাধ। পাখি শিকারের শাস্তি ও আইন সম্পর্কে শিকারিদের অবগত করতে হবে। দেশের প্রচলিত আইনের প্রয়োগ, ব্যাখা এবং প্রচারের পাশাপাশি সামাজিক জনসচেতনতামূলক কার্যক্রম পাখি শিকার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।