
লালমনিরহাট জেলা পরিষদের উপনির্বাচন শুরুলালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন সকাল ৯টায় শুরু হয়েছে। লালমনিরহাটের ৫টি উপজেলার ৬টি কেন্দ্রে এ ভোট গ্রহন শুরু হয়ে চলবে দুপুর ২টা পর্যন্ত। ভোটাররা ইভিএম র মাধ্যমে তাদের প্রার্থীকে ভোট দিচ্ছেন।এতে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।আর ভোটার সংখ্যা রয়েছে ৬২২জন।নির্বাচনকে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ করতে ৬জন নির্বাহী ম্যাজিষ্টেট মনিটরিং টীমে রয়েছেন।তাছাড়া পুলিশ ও আনসার বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে।জেলা নির্বাচন অফিস এ নির্বাচন পরিচালনা করছেন।
উল্লেখ্য যে,গত বছরের ২৭নভেম্বর জেলা পরিষদ চেয়ারম্যানের এ পদটি থেকে পদত্যাগ করে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ায় চেয়ারম্যান পদের এ পদটি শুন্য ঘোষণা করে জেলা নির্বাচন অফিস। ৫ জন প্রতিদ্বন্দিতা করলে ও মুল লরাইটা সাবেক মহিলা সংসদ সদস্য এ্যাডভোকেট সফুরা বেগম রুমি ও সাবেক গড্ডিমারী ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক শ্যামলের মধ্যে হাড্ডা হাড্ডি লরাই হয়। ভোট গ্রহন শেষে আবু বক্কর সিদ্দিক শ্যামল ২৮২সফুরা ২৭৩ বেসরকারি ফলাফলে : ৯ ভোটে বিজয়ী শ্যামল।
মোস্তাফিজুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি 







































