মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গজারিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

সড়ক দুর্ঘটনা

ঢাকা-চট্টগ্রাম মহাড়কে মুন্সীগঞ্জের গজারিয়ার অংশে সড়ক পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় ইব্রাহিম সরকার(৫৫) নামের এক পথচারীর নিহত হয়েছেন।

এঘটনায় মোটরসাইকেলের চালক মাহাবুব নামে (২৮) এক যুবক আহত হয়েছে।

বুধবার (৩ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি এলাকায় কুমিল্লা মুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম সরকার ভিটিকান্দি গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে। আহত মাহাবুব একই উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের মুদারকান্দী গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে। সে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

ভবেরচর হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকালে সেচ পাম্প দেখতে ইব্রাহিম সরকার বাড়ি থেকে বের পায়ে হেঁটে পার্শ্ববর্তী ছোট আলীপুরা গ্রাম সংলগ্ন মাঠর যাচ্ছিলেন। পথে ভিটিকান্দি এলাকায় সড়কে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। ঘটনার স্থলে তিনি মারা যায়। আহত হয় মোটরসাইকেল চালক মাহবুব। আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে গজারিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে স্থানীয়রা।

ভবেরচর হাইওয়ে থানা পুলিশ হুমায়ুন কবির মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান,দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলি পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

তাছাড়া বেলা সাড়ে এগারোটায় বালুয়াকান্দি বাস ষ্ট্যান্ড এলাকায় বাস-পিকআপ সংঘর্ষে ২ জন গুরুতর আহত হয়েছে। তাদেরকে পুলিশ উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়।

জনপ্রিয়

১০ দলীয় সমঝোতায় সিরাজগঞ্জের তিন আসনে এনসিপির প্রার্থিতা প্রত্যাহার

গজারিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

প্রকাশের সময় : ১০:১০:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪

ঢাকা-চট্টগ্রাম মহাড়কে মুন্সীগঞ্জের গজারিয়ার অংশে সড়ক পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় ইব্রাহিম সরকার(৫৫) নামের এক পথচারীর নিহত হয়েছেন।

এঘটনায় মোটরসাইকেলের চালক মাহাবুব নামে (২৮) এক যুবক আহত হয়েছে।

বুধবার (৩ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি এলাকায় কুমিল্লা মুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম সরকার ভিটিকান্দি গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে। আহত মাহাবুব একই উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের মুদারকান্দী গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে। সে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

ভবেরচর হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকালে সেচ পাম্প দেখতে ইব্রাহিম সরকার বাড়ি থেকে বের পায়ে হেঁটে পার্শ্ববর্তী ছোট আলীপুরা গ্রাম সংলগ্ন মাঠর যাচ্ছিলেন। পথে ভিটিকান্দি এলাকায় সড়কে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। ঘটনার স্থলে তিনি মারা যায়। আহত হয় মোটরসাইকেল চালক মাহবুব। আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে গজারিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে স্থানীয়রা।

ভবেরচর হাইওয়ে থানা পুলিশ হুমায়ুন কবির মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান,দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলি পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

তাছাড়া বেলা সাড়ে এগারোটায় বালুয়াকান্দি বাস ষ্ট্যান্ড এলাকায় বাস-পিকআপ সংঘর্ষে ২ জন গুরুতর আহত হয়েছে। তাদেরকে পুলিশ উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়।