রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে জমি নিয়ে বিরোধ, হামলায় পিতা-পুত্রসহ আহত ৩ 

  • যশোর অফিস
  • প্রকাশের সময় : ১০:৫৮:২১ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
  • ১১৭

যশোর সদর উপজেলার নালিয়া গ্রামের জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় পিতা ও দুই ছেলে জখমের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। ওই গ্রামের হারুনের ছেলে শাহাদৎ হোসেন ৫জনের নাম উল্লেখ করে মামলাটি করেছেন।

আসামিরা হলেন, নালিয়া পূর্বপাড়ার সোহরাব হোসেন (৫৮) ও তার দুই ছেলে রাজু হোসেন (৩৮), জুবায়ের হোসেন বিটু (৩০), দুলালের ছেলে টুটুল হোসেন (৩৭) ও রাসেল (৩০)।

এজহারে শাহাদৎ উল্লেখ করেছেন, আসামিদের সাথে তাদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তাদের কেনা ৯ শকত সম্পতি আসামিরা জোর করে নিয়ে নিতে চায়। সে কারনের তাদের সাথে বিরোধ। গত ২৯ মার্চ সকাল ৯টার দিকে আসামিরা তাদের জমিতে আঁধাপাকা ঘর নির্মাণ করতে থাকে। সে সময় বাঁধা দিলে আসামিরা ক্ষিপ্ত হয়। তাকে লাঠি দিয়ে মারপিট করে। তার পিতা হারুন বাঁধা দিলে তাকেও মারপিট করে। এ সময় তার মঈন হোসেন এগিয়ে আসলে আসামিরা তাকেও মারপিট করে। পরে চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে তারা তিনজনই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এরপর থানায় মামলা করেন।

জনপ্রিয়

জেন-জি প্রজন্ম বিজেপির রাজনীতিতে বিশ্বাসী: নরেন্দ্র মোদি

যশোরে জমি নিয়ে বিরোধ, হামলায় পিতা-পুত্রসহ আহত ৩ 

প্রকাশের সময় : ১০:৫৮:২১ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪

যশোর সদর উপজেলার নালিয়া গ্রামের জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় পিতা ও দুই ছেলে জখমের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। ওই গ্রামের হারুনের ছেলে শাহাদৎ হোসেন ৫জনের নাম উল্লেখ করে মামলাটি করেছেন।

আসামিরা হলেন, নালিয়া পূর্বপাড়ার সোহরাব হোসেন (৫৮) ও তার দুই ছেলে রাজু হোসেন (৩৮), জুবায়ের হোসেন বিটু (৩০), দুলালের ছেলে টুটুল হোসেন (৩৭) ও রাসেল (৩০)।

এজহারে শাহাদৎ উল্লেখ করেছেন, আসামিদের সাথে তাদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তাদের কেনা ৯ শকত সম্পতি আসামিরা জোর করে নিয়ে নিতে চায়। সে কারনের তাদের সাথে বিরোধ। গত ২৯ মার্চ সকাল ৯টার দিকে আসামিরা তাদের জমিতে আঁধাপাকা ঘর নির্মাণ করতে থাকে। সে সময় বাঁধা দিলে আসামিরা ক্ষিপ্ত হয়। তাকে লাঠি দিয়ে মারপিট করে। তার পিতা হারুন বাঁধা দিলে তাকেও মারপিট করে। এ সময় তার মঈন হোসেন এগিয়ে আসলে আসামিরা তাকেও মারপিট করে। পরে চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে তারা তিনজনই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এরপর থানায় মামলা করেন।