
অস্ট্রেলিয়ার কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়েছিল বাংলাদেশ নারী দল। নিগার সুলতানা জ্যোতির দলের ভাগ্য বদলায়নি টি-টোয়েন্টি সিরিজেও। মিরপুরে শেষ টি-টোয়েন্টিতে ম্যাচ হেরেছে ৭৭ রানের বড় ব্যবধানে।
মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৫৫ রান তোলে অজিরা। অ্যালিসা হিলির ৪৫ ও তাহলিয়া ম্যাকগ্রার ৪৩ রানে ভর করে এই সংগ্রহ পায় সফরকারীরা। বাংলাদেশের হয়ে তিন উইকেট নেন নাহিদা আক্তার। শরিফা খাতুন ও রাবেয়া খান নেন একটি করে উইকেট।
জবাবে, আগের ম্যাচের ধারাবাহিকতায় ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে দলকে এগিয়ে নেন অধিনায়ক জ্যোতি। তার ব্যাটে আসে ৩২ রান। এছাড়া ওপেনার দিলারা আক্তারের ব্যাটে আসে ১২ রান। দ্বিতীয় সর্বোচ্চ ১১ রান করেন ফাহিমা খাতুন।
তাদের ব্যাটে ভর করে ১১ বল আগে ৭৭ রানে গুটিয়ে যায় নিগার সুলতানা জ্যোতি বাহিনী। অজিদের হয়ে তিন উইকেট নেন তাইলা ভ্লাইমিঙ্ক। এছাড়া দুই উইকেট নেন জর্জিয়া ওয়্যারহাম।
স্পোর্টস ডেস্ক।। 






















