
প্রথমার্ধের দুই গোলে লুটন টাউনকে হারিয়ে লিভারপুলকে হটিয়ে শীর্ষস্থানে ফিরেছে আর্সেনাল। আত্মবিশ্বাসী আর্সেনালের সামনে দ্বিতীয়ার্ধেও কোনো গোল পরিশোধ করতে পারেনি লুটন।
বুধবার (৩ এপ্রিল) রাতে আর্সেনালের ঘরের মাঠ অ্যামিরেটস স্টেডিয়ামে লুটনের ওপর শুরু থেকেই প্রভাব বিস্তার করে খেলতে থাকে আর্সেনাল। তার ফলাফলই মিলেছে দ্রুত। ম্যাচের ২৪ মিনিটে কাই হাভার্টজের সহায়তায় বল জালে পাঠান গানার অধিনায়ক মার্টিন ওডেগার্ড।
১-০ গোলে এগিয়ে যাওয়ার পর লুটনের রক্ষণকে রাখে ব্যস্ত রাখে আর্সেনাল। যার ফলাফল হিসেবে প্রথমার্ধেই ব্যবধান বেড়ে ২-০ করে আর্সেনাল। যদিও সেই গোল আর্সেনালের কোনো খেলোয়াড়ের পা থেকে আসেনি। সেই গোলটি হয়েছে আত্মঘাতী। প্রথমার্ধ শেষ হওয়ার আগমুহূর্তে ৪৪ মিনিটে বাই লাইন থেকে জিঙ্কচেঙ্কোর বাড়ানো বল গোলমুখ থেকে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়ান হাশিওকো।
দ্বিতীয়ার্ধে আর্সেনালের ফরোয়ার্ডরা অনেকখানি নিস্প্রভ থাকায় আর জয়ের ব্যবধান বাড়েনি। ম্যাচে ফিরতে ব্যর্থ হয় লুটন টাউনও। শেষমেশ ২-০ গোলে জিতে লিভারপুলকে সরিয়ে শীর্ষে উঠে এসেছে গানাররা। যদিও লিভারপুল এক ম্যাচ কম খেলেছে।
লুটনকে হারিয়ে ৩০ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে এখন আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান লিভারপুলের।
স্পোর্টস ডেস্ক।। 







































