
ঈদের আয়োজনের মধ্যেই এ বছর হাজির হচ্ছে বৈশাখ। তাই একই সঙ্গে চলবে দুই উৎসবের অনুষ্ঠানমালা, এমনটাই জানা গেছে টিভি চ্যানেলগুলোর পক্ষ থেকে। আর প্রতি বছরই বরেণ্য উপস্থাপক হানিফ সংকেতের প্রযোজনা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন পহেলা বৈশাখ উপলক্ষে নির্মাণ করে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’। এবারও ব্যতিক্রম হয়নি।
এবারের পাঁচফোড়নে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন মীর সাব্বির ও সারিকা সাবরিন এবং প্রতিবেশী বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন জামিল হোসেন।
অনুষ্ঠানে বাংলা বর্ষবরণ নিয়ে গান রয়েছে তিনটি। একটি গেয়েছেন সংগীতশিল্পী শফি মণ্ডল। আরেকটি গেয়েছেন রবি চৌধুরী। পান্থ কানাই কণ্ঠ দিয়েছেন একটি গানে।
বৈশাখী উৎসবের অন্যতম অনুষঙ্গ নতুন পোশাক এবং আমাদের হাজার বছরের ঐতিহ্য মাটির তৈরি জিনিষপত্র নিয়ে এবারের পাঁচফোড়নে রয়েছে দুটি তথ্যবহুল প্রতিবেদন। আরও রয়েছে বৈশাখের উপর বেশ কটি ব্যঙ্গাত্মক এবং রসাত্মক নাট্যাংশ।অনুষ্ঠানটি ১৪ এপ্রিল রাত ১০টা ৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে।
বিনোদন ডেস্ক ॥ 





























