
বান্দরবান জেলা থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকে হামলার সময় ব্যবহৃত গাড়ির রুমা উপজেলায় চালক ও তিনজন কেএনএফ সদস্যকে আটক করা হয়।
রবিবার (৭ এপ্রিল) রাত ১০টায় জেলা সদরের রেইসা চেকপোস্ট এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করে ৩ জন কেএনএফ সদস্যকে আটক করে। পরের দিন সোমবার সকাল ৮টার দিকে গাড়িসহ চালককে গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন, গাড়ির চালক মোহাম্মদ কফিল উদ্দিন সাগর, রোয়াংছড়ি উপজেলার রৌনিন পাড়া ৬নং ওয়ার্ডের জিংচুন নুং বমের ছেলে ভানুনুন নুয়াম বম, থানচি উপজেলার ৯নং ওয়ার্ড সিমত্লাংপি পাড়ার লাল মুন চম বমের দুই ছেলে-মেয়ে জেমিনিউ বম ও আমে লনচেও বম।
এ ব্যাপারে বান্দরবান জেলা পুলিশ সুপার সৈকত শাহীন বলেন, রোববার গভীর রাতে থানচিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে কেএনএফ’র ৩ সদস্যকে আটক করে। তাদের মধ্যে একজন ব্যাংক ডাকাতির সঙ্গে সরাসরি জড়িত। ব্যাংক ডাকাতির কাজে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়েছে, সঙ্গে চালককেও আটক করা হয়।
তিনি আরও বলেন, উপজেলাগুলোতে চলমান পরিস্থিতিতে চারটি সাঁজোয়া যান (এপিসি) আনা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় আরও বাড়ানো হবে। চলমান পরিস্থিতি মোকাবিলায় এসব সাঁজোয়া যানগুলো রুমা-থানচি উপজেলায় ব্যবহার করা হবে।
প্রতিনিধি বান্দরবান 






























