রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঈদে দৌলতদিয়া ফেরীঘাটে ঘরমুখো মানুষের উপচে পড়া ভীড়

দৌলতদিয়া ফেরীঘাট

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরীঘাটে, ঈদে ঘরমুখো মানুষের উপচে পড়া ভীড়  রয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল হতে নারীর টানে বাড়ী ফেরা দক্ষিণ বঙ্গের ২১ জেলার মানুষের পদচারনায়  কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে দৌলতদিয়ার প্রতিটি ফেরীঘাট ও লঞ্চঘাট। তাতে পাটুরিয়া থেকে ছেড়ে আসা প্রতিটি লঞ্চ ও ফেরীতে পা ফেলানোর তিল পরিমাণ জায়গা অবশিষ্ট নেই।

এবার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ২২টি লঞ্চ ও ছোট বড়  মিলিয়ে মোট  ১৬ ফেরী এবং ৮ ফেরীঘাট দিয়ে যাত্রী ও যানবাহন পারাপাড়া অব্যাহত রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

এবিষয়ে ঘরমুখো মানুষের কথা হলে তারা জানান, দুইএকটি ছোটখাটো সমস্যা ছাড়া তারা নির্বিগ্নে  নারীর টানে বাড়ীতে ফিরতে পারছেন। যাত্রা পথে কোন প্রকার হয়রানি বা ভোগান্তি  নেই বললেই চলে।

আর বিআইডব্লিউটিসির আরিচা জোন এর ডিজিএম খালেদ মাহমুদ জানান,এবার ঈদে  ঘরমুখো মানুষের যাত্রা সহজ করতে ১৬ ফেরী দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার অব্যাহত রাখা হয়েছে।  সেই যানবাহন ও যাত্রী চাপ বাড়লে ট্রাফিকে আরও ৩টি ফেরী তা যোগ করা হবে বলে জানিয়েছেন তিনি।

জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে ৫ কোটি টাকা মূল্যের ট্রাকভর্তি জীবিত গলদা চিংড়ি চুরি

ঈদে দৌলতদিয়া ফেরীঘাটে ঘরমুখো মানুষের উপচে পড়া ভীড়

প্রকাশের সময় : ০৪:১২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরীঘাটে, ঈদে ঘরমুখো মানুষের উপচে পড়া ভীড়  রয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল হতে নারীর টানে বাড়ী ফেরা দক্ষিণ বঙ্গের ২১ জেলার মানুষের পদচারনায়  কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে দৌলতদিয়ার প্রতিটি ফেরীঘাট ও লঞ্চঘাট। তাতে পাটুরিয়া থেকে ছেড়ে আসা প্রতিটি লঞ্চ ও ফেরীতে পা ফেলানোর তিল পরিমাণ জায়গা অবশিষ্ট নেই।

এবার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ২২টি লঞ্চ ও ছোট বড়  মিলিয়ে মোট  ১৬ ফেরী এবং ৮ ফেরীঘাট দিয়ে যাত্রী ও যানবাহন পারাপাড়া অব্যাহত রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

এবিষয়ে ঘরমুখো মানুষের কথা হলে তারা জানান, দুইএকটি ছোটখাটো সমস্যা ছাড়া তারা নির্বিগ্নে  নারীর টানে বাড়ীতে ফিরতে পারছেন। যাত্রা পথে কোন প্রকার হয়রানি বা ভোগান্তি  নেই বললেই চলে।

আর বিআইডব্লিউটিসির আরিচা জোন এর ডিজিএম খালেদ মাহমুদ জানান,এবার ঈদে  ঘরমুখো মানুষের যাত্রা সহজ করতে ১৬ ফেরী দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার অব্যাহত রাখা হয়েছে।  সেই যানবাহন ও যাত্রী চাপ বাড়লে ট্রাফিকে আরও ৩টি ফেরী তা যোগ করা হবে বলে জানিয়েছেন তিনি।