রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে সরঞ্জাম ও নগদ টাকাসহ ৫ জুয়াড়ি আটক

আটককৃতরা

ঠাকুরগাঁওয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৫ জুয়াড়ি কে আটক করেছে পুলিশ। ১২ এপ্রিল (শুক্রবার) দিবাগত রাত আনুমানিক দেড়টায় সদর উপজেলার চিলারং ইউনিয়নের পাহাড়ভাঙ্গা এলাকার কুড়ালীপাড়া গ্রামের একটি বাঁশঝাড় থেকে তাদের আটক করা হয়।
এই বিষয়ে আজ ১৩ এপ্রিল (শনিবার) দুপুরে সদর থানার এসআই হিরনময় চন্দ্র রায় বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ ও ৬/৭ জনকে অজ্ঞাত আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করা।
আটককৃতরা হলেন, মতিবর রহমান (৪১), পিতা-মৃত সিরাজ উদ্দীন, গ্রাম-মহাদেবপুর , মামুনুর রশিদ (২৭), পিতা-আব্দুর রহিম, গ্রাম পাহাড়ভাঙ্গা, সাহাজামান ওরফে সাজ্জাদ (৩৮), পিতা-মৃত মনসুর আলী গ্রাম মহাদেবপুর, সাগর (৩২), পিতা-মৃত কুসুমদ্দীন, গ্রাম-পাহাড়ভাঙ্গা, হাবিবুর রহমান (৩০), পিতা- আন্তাফুর রহমান গ্রাম পাহাড়ভাঙ্গা কুড়ালীপাড়া।
এছাড়াও এই মামলায় আরো তিন জন আসামি পলাতক রয়েছেন বলে থানা সূত্রে জানা গেছে।
তারা হলেন, মনোয়ার হোসেন (৩৫), পিতা- কাদের, গ্রাম- পাহাড়ভাঙ্গা, রাসেল (৩২), পিতা-অজ্ঞাত, গ্রাম আরাজী পাহাড়ভাঙ্গা, কালাম, পিতা-অজ্ঞাত, গ্রাম-চিলারং।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, তিনটি ডন তাসের বান্ডিল, বসে খেলার জন্য কয়েকটি চটের বস্তা, নগদ ছয় হাজার নয়শত দশ টাকা ও একটি পুরাতন ব্যবহৃত চার্জার টর্চ লাইট সহ ৫ জনকে আটক করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় আরো তিনজন আসামি পলাতক রয়েছে তাদের আটক করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
জনপ্রিয়

‘হ্যাঁ’ ভোটের পক্ষে ফটোকার্ড শেয়ার ড. ইউনূসের

ঠাকুরগাঁওয়ে সরঞ্জাম ও নগদ টাকাসহ ৫ জুয়াড়ি আটক

প্রকাশের সময় : ০৯:৩১:৪০ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪
ঠাকুরগাঁওয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৫ জুয়াড়ি কে আটক করেছে পুলিশ। ১২ এপ্রিল (শুক্রবার) দিবাগত রাত আনুমানিক দেড়টায় সদর উপজেলার চিলারং ইউনিয়নের পাহাড়ভাঙ্গা এলাকার কুড়ালীপাড়া গ্রামের একটি বাঁশঝাড় থেকে তাদের আটক করা হয়।
এই বিষয়ে আজ ১৩ এপ্রিল (শনিবার) দুপুরে সদর থানার এসআই হিরনময় চন্দ্র রায় বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ ও ৬/৭ জনকে অজ্ঞাত আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করা।
আটককৃতরা হলেন, মতিবর রহমান (৪১), পিতা-মৃত সিরাজ উদ্দীন, গ্রাম-মহাদেবপুর , মামুনুর রশিদ (২৭), পিতা-আব্দুর রহিম, গ্রাম পাহাড়ভাঙ্গা, সাহাজামান ওরফে সাজ্জাদ (৩৮), পিতা-মৃত মনসুর আলী গ্রাম মহাদেবপুর, সাগর (৩২), পিতা-মৃত কুসুমদ্দীন, গ্রাম-পাহাড়ভাঙ্গা, হাবিবুর রহমান (৩০), পিতা- আন্তাফুর রহমান গ্রাম পাহাড়ভাঙ্গা কুড়ালীপাড়া।
এছাড়াও এই মামলায় আরো তিন জন আসামি পলাতক রয়েছেন বলে থানা সূত্রে জানা গেছে।
তারা হলেন, মনোয়ার হোসেন (৩৫), পিতা- কাদের, গ্রাম- পাহাড়ভাঙ্গা, রাসেল (৩২), পিতা-অজ্ঞাত, গ্রাম আরাজী পাহাড়ভাঙ্গা, কালাম, পিতা-অজ্ঞাত, গ্রাম-চিলারং।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, তিনটি ডন তাসের বান্ডিল, বসে খেলার জন্য কয়েকটি চটের বস্তা, নগদ ছয় হাজার নয়শত দশ টাকা ও একটি পুরাতন ব্যবহৃত চার্জার টর্চ লাইট সহ ৫ জনকে আটক করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় আরো তিনজন আসামি পলাতক রয়েছে তাদের আটক করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।