
কিশোরগঞ্জ হোসেনপুরে প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যে দিয়ে পহেলা বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ উদযাপন করা হয়েছে।
১৪ এপ্রিল (রবিবার) বেলা ১১টায় প্রথমে উপজেলা পরিষদের মাঠ থেকে বণাঢ্য র্যালি বের করে।
র্যালিটি পৌর-এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্হানীয় আসাদুজ্জামান অডিটরিয়াম হলে গিয়ে শেষ হয়।
র্যালিতে অংশ গ্রহণ কারীদের সেখানে পান্তা ভাত খাইয়ে আপ্পায়ন করার হয়।পরে পহেলা বৈশাখ উপলক্ষ্যে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্হানীয় শিল্পীরা এসো এসো হে বৈশাখের গানসহ বিভিন্ন গান পরিবেশন করেন।
র্যালিতে নেতৃত্ব দেন, হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল। র্যালিতে গ্রাম বাংলার ঐতিহ্য লাঠি খেলার মাধ্যমে লাঠিয়ালরা আয়োজকদের বিনোদন প্রদান করা হয়।
এ সময় র্যালিতে অংশ গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন, সহকারী কমিশনার (ভূমি) নাশিতা তুল ইসলাম, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন, ওসি তদন্ত মো. টুটুল উদ্দিন, উপজেলা আ’লীগের সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, পুমদী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.জাকির হোসেন, সাংবাদিক আফজালুর রহমান উজ্জল, মাহফুজ হাসান, শামীম সরকার প্রমুখ।
তৌহিদুল সরকার, স্টাফ রিপোর্টার 





































