
ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে গত ১০ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
সোমবার (১৫ এপ্রিল) সকালে বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি আলহাজ্ব মহসিন মিলন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঈদ ও বাংলা নববর্ষ উপলক্ষে পাঁচ দিন বন্ধ ছিল বন্দরের কার্যক্রম। ছুটি শেষে আজ সকাল থেকে শুরু হয়েছে আমদানি-রপ্তানি।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস জানান, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে পাঁচ দিন বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছিল।
বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম জানান, টানা পাঁচ দিনের ছুটির পর আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হওয়ায় বেনাপোল বন্দর এলাকায় কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। পণ্যজট কমাতে প্রয়োজনে অতিরিক্ত সময় কাজ চলবে বন্দরের অভ্যন্তরে। যেসব পণ্য বন্দরে প্রবেশ করেছে এবং নতুন করে যেসব পণ্য প্রবেশ করবে তা দ্রুত খালাস করতে কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।
বেনাপোল প্রতিনিধি 







































