
হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তীব্র বিশ্বাস নামের এক যুবক। ইসলাম ধর্মের রীতি নীতি ও কর্মস্থলে মুসলিম সহকর্মীদের আচার আচরণে সন্তুষ্ট হয়ে পবিত্র ধর্ম ইসলাম গ্রহণ করেছেন তিনি। কোর্টে হলফনামা এবং কালিমা পাঠ করে ইসলাম ধর্মে দীক্ষিত হন তিনি। তার নতুন নাম রাখা হয়েছে মো. আনাস বিশ্বাস।
তীব্র বিশ্বাস বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের বাসিন্দা। তার পিতা যতিশ চন্দ্র, মা শিউলি রাণী বিশ্বাস।
এ বিষয়ে জানতে চাইলে নও মুসলিম মোঃ আনাস বিশ্বাস বলেন,আমার দীর্ঘ এই বয়সে আমি আমার হিন্দু ধর্মের সাথে ইসলাম ধর্মের নিয়ম কানুন ইত্যাদি সম্পর্কে অবগত হইয়াছি এবং ইসলাম ধর্মের লোকদের সংস্পর্শে আসিয়াছি। ইসলাম ধর্মের প্রতি আমার দৃঢ় বিশ্বাস জন্মিয়াছে। তাই আমি মনে করি এবং দৃঢ় ভাবে বিশ্বাস করি যে, এই সমস্ত ধর্মের মধ্যে ইসলাম ধর্মই শ্রেষ্ঠ এবং পবিত্র। তাই আমার বিশ্বাস এবং অনুভুতির মাধ্যমে কারো প্ররোচনা ব্যতিত সিদ্ধান্ত গ্রহন করিয়াছি যে, আমি পবিত্র ধর্ম ইসলাম গ্রহন ক্রমে বাকী জীবন ইসলামিক অনুশাসন, আচার আচরন মানিয়া জীবন যাপন করিব। তাই ইসলামী জীবনাদর্শের প্রতি বিশ্বাসী ও আগ্রহী হইয়া আমার পরিচিত মৌলভী সাহেবের নিকট ইসলামের অন্যতম স্তম্ভ পবিত্র কালেমা পাঠ করিয়া আল্লাহ ও রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করিয়া আমি হিন্দু ধর্ম ত্যাগ করিয়া বর্তমানে ইসলাম ধর্ম গ্রহন করিয়াছি এবং আমার নাম পরিবর্তন ক্রমে নতুন নাম মো: আনাস বিশ্বাস ধারন করিয়াছি।
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি 
























