
কলারোয়া সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী উৎসব স্মরণকালের এক মহা মিলনমেলায় পরিণত হয়। গত শনিবার (১৩ এপ্রিল) সাতক্ষীরার কলারোয়া সরকারি কলেজ ক্যাম্পাসে হাজার হাজার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীর উচ্ছ্বাসভরা উপস্থিতিতে দিনভর নানা চমকপ্রদ কর্মসূচিতে দিনটি উদযাপন করা হয়।
জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান ও ভারতীয় উদয়ীমান তারকা কণ্ঠশিল্পী অংকিতা ভট্টাচার্যের সুরের মূর্ছনায় উৎসবের আনন্দে যোগ হয় এক নতুন মাত্রা। ” আগামীর পথে চলো একসাথে”- এই স্লোগানে ঐতিহ্যবাহী কলারোয়া সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী উদযাপন উৎসব জাতীয় পতাকা, উদযাপন পতাকা, বেলুন, ফেস্টুন ও কবুতর উড়ানোর মধ্য দিয়ে দিনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
আনুষ্ঠান উদ্বোধন করেন সাতক্ষীরা-১ সংসদীয় আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন।
এসময় উপস্থিত ছিলেন- কলেজ অধ্যক্ষ এসএম আনোয়ারুজ্জমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, ড. মিজানুর রহমান, উদযাপন কমিটির সদস্য সচিব কাজী আছাদুজ্জামান আছাদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার শেখ রেজাউল করিমসহ সম্মানিত শিক্ষকমন্ডলী এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।
এর আগে সকাল সাড়ে ৮ টায় বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, গুণীজন সম্মাননা, মেধাবীদের বৃত্তিপ্রদান, কলেজের প্রতিষ্ঠাতা ও শিক্ষকদের মরণোত্তর সম্মাননা এবং র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। আলোচনাপর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি, জেলা প্রশাসক হুমায়ুন কবির, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়, থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলামসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। সন্ধ্যায় পরিবেশন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাংস্কৃতিক অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- ভারতের পশ্চিমবঙ্গের বসুধা এডুকেশন ডেভলপমেন্ট ফাউন্ডেশনের রাজ্য সাধারণ সম্পাদক ড. শাহাজাহান মন্ডল ও সাহিত্য-সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাইচ খান। রাতে প্রায় অর্ধলক্ষ দর্শক-শ্রোতাকে একক সংগীতের মূর্ছনায় মাতোয়ারা করে তুলেন নন্দিত কণ্ঠশিল্পী মনির খান ও ভারতীয় উদীয়মান তারকা কণ্ঠশিল্পী অংকিতা ভট্টাচার্য।
আতাউর রহমান, সাতক্ষীরা ব্যুরো 



































